একটা মানুষকে অনেক ভালোবাসতে চাই, অনেক।
কিন্তু পারি না, একসাথে থেকেও জীবন আমাদের কে অনেক দূরে সরিয়ে দিয়েছে।
ভালবাসতে না পারার তীব্র দুঃখটা কেমন জীবনে সেটাও অনুভব করতে হলো।
অনুভূতি কাউকে বোঝানো যায় না, এমন কি নিজের অনুভূতি গুলোও একেক সময় একেক রকম লাগে, তাই লিখে রাখি। লিখলে মনটা কিছুটা পরিষ্কার লাগে।
কষ্ট অনেক, জীবনটাকে যেন জোর করে টেনে নিয়ে যাচ্ছি। একসাথে একঘরে থাকি কিন্তু দুরত্ব শত মাইল।
অনেক ভালোবাসবো বলেই তো সব ছাড়লাম, কিন্তু সেটাই কপাল থেকে মুছে গেলো।
আমি একটু মন দিয়ে ভালোবাসতে চাই, ভালোবাসা একটা শক্তি কিন্তু আমার সেই শক্তিটা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


