সূত্রঃ
প্রথম আলো
ইত্তেফাক
জাময়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম সহ ৩৬ জনকে যুদ্বপরাধী ও নির্বাচনে অযোগ্য ঘোষনা চেয়ে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।কারন হিসাবে বলা হয়েছে "যেহেতু সরকার যুদ্বপরাধী বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল ঘঠন করছে তাই এই মামলা প্রত্যাহার করা উচিত"।
আরো বলা হয়েছে এই মামলাটি ফৌজদারী মামলা হওয়া উচিত,দেওয়ানি নয়।
১ম জোকসঃ
যাই হোক এই এই জিনিস তো পত্রিকায় বলছে আর এই রকম মামলা মলতুবির খবর আরো পাব । নয়া জোকস হল আমাদের দিপু আপা পাকিস্তানকে ১৯৭১ এর জন্য মাপ চাইতে বলেছেন। হাস্যকর একটা উদ্যোগ,যেখানে আমরা আমাদের দেশের দালালদের বিচার করতে পারি নাই সেই খানে আমরা পাকিস্তান কে ক্ষমা চাইতে বলি।
২য় জোকস;
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাইয়া আজ তারা ক্ষমতায়।অবশ্য বিনপি আসলেও এর থেকে ভাল কি হইত আমার জানা নাই।দেশকে পংগু বানাইয়া যুদ্বপরাধীর বিচার কেন আদালতের সব বিচার শেষ করলেও আমদের কোন লাভ নাই।এই কয়টা হারামির বিচারকে ইস্যু বানাইয়া সরকার অনেক কিছু এড়িয়ে যাচ্ছে।কোথায় সরকার দেশের বিদ্যৎ নিয়া কথা বলবে,দেশের অর্থনীতি কি করে আরো ভাল করা যায় এইটা নিয়া কাজ করবে। তা না করে হাসিনা খালেদা বিগ ফাইট শুরু করছে।
সবশেষেঃ
মায়ানমার ভারত দেশের সমুদ্রসীমা লংগন করে খনিজ সম্পদ নিয়া যায়।ভারত বাধ দিয়া দেশকে মরুভূমি বানিয়ে ফেলছে এইটা নিয়া সরকার এর কোন মন্ত্রীকেতো চিল্লাইতে দেখি না।দেখিনাএকটা পথসভা করতে।
আফসুস এত কিছুর পরো এরাই দেশটা চালাবে।
**শুনছিলাম আমারা বাংগালীরা নাকি দেয়ালে পিঠ ঠেকলে লাফ দিয়া সোজা হই,দেয়ালটা যে কত দূর কে জানে।"'
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ সকাল ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




