চাঁদের অভিযান বাদ দিয়ে মরুভূমি সবুজ করি?
পৃথিবীর নিকট প্রতিবেশী চাঁদ। তাকে নিয়ে আছে পৃথিবী ব্যাপি এক বিরাট আগ্রহ। সারা পৃথিবীর বৃহত অর্থৈনতিক শক্তি গুলো চাঁদ আবিস্কারে উঠে পড়ে লেগেছ। সম্প্রতি ভারতও চাঁদ কে লক্ষ্য করে নভোযান ছুড়েছে। চাঁদের মেরু অঞ্চলে পানি পাওয়া গেছে।
সেই ভারতে ৫০ কোটির উপরের লোক চরম দারিদ্রের মধ্যে বসবাস করে। পানি সংকটের কারনে থর মরুবূমির মানূষ বিপর্যস্থ। কোন কোন এলাকায় খাবার পানির মারাত্বক সংকট।
এই চাঁদ সংক্রান্ত বিশাল অর্থ ব্যায়ের গবেষনা বাদ দিয়ে পৃথিবীর মুরভূমির অর্ধেক সবুজে সবুজে ভের ফেলা যেত। তা না করে অন্ধ মরিচিকার দিকে ছুটছে উন্নত বিশ্ব ।
চাঁদ নিয়ে গবেষনা করে সুপার পাওয়ারের যুদ্ধে হয়তো নিজের অবস্থান পরিস্কার করা যায়। কিন্তু সেই ব্যায়ের টাকা জনগনের করের টাকা থেকেই পরিশোধ করা হয়।
চাঁদ রুপালি আলো বিলাক কিন্তু তাকে নিয়ে এখনই গবেষনা প্রয়োজন নেই। মানূষের নিত্য প্রয়োজন পৃথিবীকে সবুজ করা জরুরী। অন্তত্য পক্ষে কয়েক বছর বিশ্বে সকল যুদ্ধ স্থগিত করে তার ব্যায় দিয়ে পৃথিবী সবুজ করা জরুরী।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



