সালাম
অনলাইন পেমেন্ট বলতে পেপ্যাল আমাদের চোখের সামনে সবার আগে ভেসে উঠে। কিন্তু পেপ্যাল আমাদের দেশের জন্য সহজলভ্য নয়।
শুধু এই কারণে আমাদের ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত আয় দেশে আনতে পারছেন না। যেটা অতীব দু:খের বিষয়।
পেপ্যাল কেন আসছে না ? এই প্রশ্নের উত্তর চেয়ে আমরা মুখে ফেনা তুলে ফেললে ও কাজের কাজ হচ্ছেনা। মূলত পেপ্যাল নয় বরং আমাদের দেশের সীমাবদ্ধতার জন্যই আমরা পেপ্যাল পাচ্ছিনা। কেউ বলছে পেমেন্ট গেটওয়ে নাই , কেউ বলছে ব্যাবসার ক্ষতি হবে। আসলে বাংলাদেশ ব্যাংক এর মানি লন্ডারিং আইনের কারণে এভাবে লেনদেন নিষিদ্ধ। তাই পেপ্যাল এদেশে আসছে না।
এবার আসি সেই বিকল্পের কথায়-পেইজা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভাবে ব্যবসা শুরু করে দিয়েছে। তারা এদেশে প্রতিনিধি নিয়োগ করে দিয়েছে।
পেইজার মাধ্যমে বিভিন্ন সাইট থেকে পেমেন্ট নেয়া , কেনাকাটা করা যায়।ভার্চুয়াল ক্রেডিট নেয়া যায় যার মাধ্যমে কেনাকাটা করা যায়।
আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন।
শুধু পেইজা নয় এখন ডিবিবিএল ও ভার্চুয়াল ক্রেডিট সেবা দিচ্ছে । ডিবিবিএল এর সেবার মান প্রশ্নবিদ্ধ হলে ও ইবেতে কেনা কাটা করা যাচ্ছে।একটু বুজে শুনে নিতে হবে এই আরকি !!
আরেকটা কথা - পেইজা একাউন্ট ভেরিফাই করে নিতে হয়, সম্পুর্ণ সঠিক তথ্য দিয়ে। আমার একাউন্ট তিনদিনে ভেরিফাইড করে দিয়েছে।খুশি খুশি লাগতেছে.....