জা্নালা থেকে আলতো কাঁচের বৃষ্টিরা সব অভিমান বৃত্ত ছুঁয়ে ফিরছে আজ । তারপরে কোন ধ্বংস মাতাল রাত্তিরে আমার শহর, শুকনো ঠোঁটের খোশমেজাজ । তেমন কোন ও আড়াল পাঁচিল বার্তা নেই । বুকের ভিতর সব স্রোতই আজ শান্ত খুব । সাড়ে সাতটার লোকাল বাসের ক্লান্ত ভীড় , এই শহরে আমার আঁচল দিচ্ছে ডুব ।
অন্ধকারের সব রং-ই খুব আবছা হয় , তারপরে কোন বিকেল বেলার মন কেমন আমার শহর পালটে দিচ্ছে...এই আমি। সব অভিমান হাল্কা পাতার নীল যেমন...
জানালা থেকে আলতো কাঁচের বৃষ্টিরা ঠোঁট ছুঁয়ে যায়... রঙ্গীন কাজল মাস্কারা.. আমার শহর ! আর কোন ও খুব শব্দ নেই, ঘুম পেয়ে যায়.. তোমার ছোঁয়ার আস্কারায়...
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


