উৎসব রাঙানো দুটো দিন।
প্রশান্তিমাখা দুটি দিনের অনুভূতি নিয়ে রচিত ছড়া পেলো ছাড়পত্র আজ।
নিদারুণ কাটাছেড়া শেষে দিলাম তুলে ব্লগে। জানিনা ভাল লাগবে কিনা! ভাল লাগা না লাগার অপেক্ষায়!
প্রতিক্রিয়া প্রাপ্তির প্রত্যাশায় থাকি রাত জেগে খুশিতে ঠ্যালায়।
খুশিতে ঠ্যালায় ভালবাসা নয়, ভালবাসা হোক পবিত্রতায়
যেদিকে তাকাই
খুশিতে ঠ্যালায়
পহেলা ফাগুন
হলুদ দেখায়।
না জানি কাল
হবে লালে লাল
নর-নারীর গাল
বলছে হৃদয়।
নয় একদিন
চাই সবদিন
ভালবাসা তোমার
ধরণি তলায়।
খুশিতে ঠ্যালায়
ভালবাসা নয়
ভালবাসা হোক
পবিত্রতায়।
------------------------------------------------------------------
হ্যাপী ভ্যালেন্টাইন ডে। সকলের প্রতি রইলো ভালবাসা অফুরণ।
ভালবাসার উনিশ-বিশ,
শুভ হোক ১৪ ফেব্রুয়ারী ' ২০১৯।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




