ভাই ও আফারা এটা আমার পুরপুরি কল্পনা শক্তির কাজ । এটাকে কেউ বাক্তিগত ভাবে নিবেন না ।
ছেলে :- আমি আপনাকে ভালবাসি ।
মেয়ে :- You big fat fool.....গেলি এখান থেকে ......।
ছেলে :- না আমি যাব না......আপনাকে দেখলে আমার পরান জানি কেমন কেমন করে !!!
মেয়ে :- তুমি ত একটা নেবা (বোকা) পোলা...... তোমাকে দিয়ে আমার হবে না......
ছেলে :- না আমি এত কিছু জানতে চাইনা ......আমি শুধু তোমাকেই চাই......।
মেয়ে :- ঐ ভাগবি না কি Eve teasing করছ কইয়া জোরে চিৎকার দিলাম......
ছেলে :- না না... চিৎকার কইরনা পায়ে পরি, পাবলিক আমারে পেদানি দিব ।
মেয়ে :- ঠিক আছে পায়ে পরতে হবে না......। শুন তোমার বয়স কত?
ছেলে :- কেন ?
মেয়ে :- ঐ বেশি প্রশ্ন না করে উত্তর দাও......।
ছেলে :- ২১ বছর ,তোমার টা ?
মেয়ে :- আমার যদিও ১৯ তবুও আমি তোমার থেকে বড় ।
ছেলে :- কেমনে......??
মেয়ে :- আরে নেবা জান না মেয়ে মানুষ ১৮তে ই এডালট (adult) হয় ।
মেয়ে :- আর ছেলেরা ২০এ । ঐ হিসাবে আমি তোমার থেকে বড় বুঝলা ।
মেয়ে :- আর শুন তোমার এই বয়সে চোখে সব কিছুই রঙিন মনে হবে.........।
------------------------------------------------------------------------
Continue...... ভাই ও আফারা এই কাহিনী আতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতে
ও চলবে ...। তাই বলে এই ধারণা করবেন না যে মেয়ে গুল ভাল না,তারা ভাল কিন্তু তারা একটু মহা মানবী টাইপের
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




