মাহমুদ শাওন
অবৈধ সঙ্গমলোভ সংবরণের পর, ফিরতে ফিরতে
অকস্মাৎ তোমার সাথে দেখা-সন্ধ্যা
কিছু আগে ছায়া তার উৎসবস্তু নির্দেশ করে গেছে
দিনের মুঠোয় নিয়ে গেছে গোপন খুনের নথি
তখনও খনিশ্রমিকের ঘামে দুপুর
পিতার কবর ঘিরে ধারাবাহিক শোক ওড়ে তখনও
আর পানশালার কোণার টেবিলে উবু হয়ে থাকে
একজন ভিনদেশী গায়িকা
গায়িকার পাশ থেকে উঠে, ফিরতে ফিরতে
অকস্মাৎ তোমার সাথে দেখা
সেই সন্ধ্যায়, নতমুখী, তোমার কাঁধে হাত ছিল কার?
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




