
৩৮ বছর!! এতদিন অপেক্ষা!! আমার বাবাটাও মারা গেল স্বপ্ন পুরন হবার আগেই। অবশ্য বাবা এখন স্বর্গে বসে ভাববেন, আমার স্বপ্ন পুরন না হলে কি হবে আমার ছেলে-মেয়ে-নাতিদের স্বপ্নতো পুরন হল। হুম ৩৮ বছর পর আমার বাবার স্বপ্ন পুরন হতে চলেছে। বাবা বলেছিল দেখবি তোকে একদিন আর কষ্ট করে ভারত যেতে হবেনা বড় পর্দায় ভারতীয় সিনেমা দেখতে, এখানেই চলে আসবে সেটা। অবশেষে অন্তরে প্রশান্তি নিয়ে এল সেই মহেন্দ্রক্ষন।
কলকাতার স্বপন সাহা পরিচালিত এবং টালিগঞ্জের সুপারস্টার জিৎ, বর্ষা ও দিপঙ্কর দে অভিনীত ‘জোর’ ছবিটি মুক্তির মাধ্যমে আগামী ২৩ ডিসেম্বর থেকে প্রায় দুই যুগ পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন শুরু থেকেই ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বিরোধিতা করে আসছে। কিন্তু এসব দুষ্ট লোকের আন্দোলনে আজকে জল ঢেলে দিয়েছে মহামান্য হাইকোর্ট।
ভারতীয় সিনেমা চালানো হলে পুলিশি নিরাপত্তা দিতে মহামান্য হাইকোর্ট এর আদেশঃ
বৃহস্পতিবার হাইকোর্ট ভারতীয় ছবি প্রদর্শনের বিরুদ্ধে কোনো ধরনের বাধা-বিঘ্ন সৃষ্টি না করতে বা আন্দোলন না করতে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশ দেয়। আদালত তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, পুলিশ কমিশনার এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশ্যেও এ বিষয়ে নোটিশ জারি করে। নোটিশে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মনীতি মেনেই আমদানিকারকেরা ভারতীয় ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন। এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ আইনসম্মত নয়। আমদানিকৃত ছবি প্রদর্শনের বিষয়ে প্রদর্শক ও সিনেমা হলগুলোর প্রযোজনীয় নিরাপত্তা প্রদান নিশ্চিত করারও নির্দেশ দেয় আদালত।
খুব শান্তি পেলাম মনে। মহান বিজয়ের মাসে বাংলাদেশে বসেই সিনেমা দেখবো ভাবতেই আবেগে আমার কাশি এসে গেল।

ক্ষেদোক্তিঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




