
ভালোবেসে টেনে কাছে
নিষ্কাশিত করেছ যার মনকে,
ভালোবাসা কি করে যাবে সে ভুলে?
অভিশপ্ত অপেক্ষার সুদীর্ঘ জীবন
তোমার দয়ার ছায়াতলে
ছিলো বেঁচে এতটা বছর হলে।
আপন ভুবনে আছে তোমার গোপন সাধনা সুখের,
অথচ আমার নষ্ট বাস্তবতা,
চেষ্টা বিহীন জীবনে তাই নেই সফলতা।
তবুও আমি তোমার হলে,
মনের আমার ইচ্ছেরা উঠবে বেঁচে।
অবাধ্য থাকা মনটা হবে বাধ্য,
স্বপ্ন গুলোও তখন আর
অস্বচ্ছ ধারণা আর ঝরা পালকের মতো
বুড়ো হয়ে যাবে না অকালে ঝরে।
প্রত্যাশা হবে পূর্ণ তখন,
আর প্রেম হবে আমাদের স্মৃতিকার।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




