আজকে ঠিক এক বছর পুর্তি হলো বি ডি আর সদর দফতরের হত্যাকান্ড/বিদ্রোহ/ষড়যন্ত্র ইত্যাদির। আহত-নিহত দু'পক্ষেই কম নয় এখন পর্যন্ত।
এই খানে আমি একটা কান্ড করে বসেছি। "দু"পক্ষ বলে ফেলেছি। ব্যাপারটা কি বিডিয়ার বনাম আর্মি? নাকি অন্য কিছু? যাই হোক। আমি কিন্তু অত বুঝে বলি নি। সাদামাটা হিসেবের সুবিধার জন্য বলা।
বছর না ঘুরতেই আর্মি বেচারারা আবার আলোচনায়। পাহাড়ে আগুন। আবারো ষড়যন্ত্র/বিদ্রোহ/যুদ্ধ/গোলাগুলি। এবারে কি দুই পক্ষ বলা যায়? যায় বৈকি। জাতীয়তাবাদ এমনই মোক্ষম অস্ত্র যে এখানে খাপে খাপ, মেলাও হাত, জ্বালাও-পুড়াও।
এই পাহাড়িরা কোথা থেকে যে আসলো? না এরা পাকিস্তানী হতে পেরেছিলো/না পারলো বাঙালি হতে/না বাংলাদেশী/ না পারে শান্তিতে থাকতে।
সমগ্র দেশ, সকল দল-মত নির্বিশেষে যখন চাইছে একই ব্যাপার তবু ওরা শান্তিতে থাকতে চায় না। ওরা কি? নির্বোধ!ওরা তো দলেও তেমন ভারী না।পরিসংখ্যান বলে দুই দশকের উপরে হতে চললো পার্বত্য চট্টগ্রামে আমরাই(!) সংখ্যায় বেশি।
দু'পক্ষ যদি এখন দাড় করাই তাহলে দেখা যাবে এক দিকে আমরা অন্যদিকে কেউ না, অথবা এমন কিছু নৃগোষ্ঠীর লোক যাদের চোখ-মুখ-ভাষা-ধর্ম-সংস্কৃতি-খাদ্য-কৃষি আমাদের সাথে মেলে না। অতএব সেনাবাহিনী এগিয়ে যাও। শান্তি স্থাপণ করে এসো।
এই একটা ব্যাপারে জাতি(!) একমত। আইয়ুব-মুজিব-জিয়া-এরশাদ-খালেদা-হাসিনা। এমনকি রাজাকার নিজামী পর্যন্ত এ বিষয়ে একমত। হায় হায়। এ কি হলো!
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




