রোববার হরতাল উদযাপনের কিছু টিপস
১. টিভিতে বাংলা সিনেমা দেখে দিনটি কাটিয়ে দিতে পারেন।
২. নব বিবাহিতরা ইন হাউজ হানিমুন মুডে কাটাতে পারেন।
৩.বহুদিন পর পায়ে হেটে আত্মীয়-স্বজনের বাসায় যেতে পারেন। তারা আপনার আন্তরিকতায় মুগ্ধ হবেন।
৪.লাইভ হরতাল দেখেত টিভি সেটের সামনে বসার চেয়ে বাসার ছাদে অবস্থান নিতে পারেন। সঙ্গে বাইনোকুলার থাকলে ভাল হয়।
৫.মোবাইল ফোনে ব্যস্ত থাকেত পারেন। এবার হয়েও যেতে পারে। (মোবাইল ফোন কোম্পানিগুলোর হরতালে ডিসকাউন্ট ঘোষনা করা উচিত)
৬. এই ফাকে হাসিনা- খালেদা সম্পাদিত সহি হরতাল নামা বইটি পড়ে নিতে পারেন।
৭.হরতাল ও পরিবেশ দিবস নিয়ে একটি গবেষনা পত্র লিখতে পারেন।
৮. হরতাল ও নিরাপদ সড়ক নিয়ে টিভি টক শোতে অংশ নিতে পারেন।
..................................................................................................................................................... এইখানে আরো অনেক কিছু যোগ করতে পারেন................................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




