somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বাদশতম নির্বাচন : নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে ???

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বাদশতম নির্বাচন : নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে ???



সকলের মুখে একই কথা, ডেট লাইন অতিক্রম হয়ে গেছে
বি.এন.পি সহ ১৪ দল নির্বাচনে আসেনি । তারা রাজপথের আন্দোলন বেছে নিয়েছে ।
নিবন্ধিত ৪৪ টি দেশের ৩০ টি দল মনোনয়ন পত্র জমা দিয়ে নির্বাচনে অংশগ্রহন করছে ।
নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র
জমা পড়েছে ২ হাজার ৭৪১ টি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রেরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,নির্বাচনে প্রার্থী হতে সময় আর বাড়ানো হবে না।
এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক বলেও জানান তিনি।

এই নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার
তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷
সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন ডয়চে ভেলেকে বলেছেন,
‘‘আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন,
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না৷''
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন,
জাতিসংঘ এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না৷ সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করেনা। ''

পিটার হাস বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে বসে ৷ বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন৷পিটার হাসের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা জায়নি৷ তবে ধারণা করা হচ্ছে, সমসাময়িক প্রসঙ্গ রাজনীতি, শ্রমনীতি, এবং নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে ৷
শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম জো বাইডেন সই করার পর ১৬ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, যারা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবেন, শ্রমিকদের হুমকি দেবেন কিংবা ভয় দেখাবেন, তাদের ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷
সুধী জনেরা ভাবছে এটাই পরোক্ষ চাপ প্রয়োগ বাংলাদেশের উপর ।

এদিকে আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয় ওই লিগ্যাল নোটিশে।লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে্ উক্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। বুধবার এই রিট দায়ের করা হয়েছে ।

বিরোধী দল বলছে :‘যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি তো তামাশার নির্বাচন’

অন্যদিকে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, বিএনপি থেকে বহিষ্কার হওয়া অন্তত তিনজন ভাইস চেয়ারম্যান, দুজন উপদেষ্টা, কয়েকজন মধ্যম সারির নেতা, সাবেক কয়েকজন সংসদ সদস্য এবং মাঠপর্যায়ের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে কেউ বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিএনএম), কেউ তৃণমূল বিএনপি আবার কেউ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাদের মধ্যে সৈয়দ একে একরামুজ্জামান, মনজুর আলম, শওকত মাহমুদ, তৈমূর আলম খন্দকার, শমসের মবিন চৌধুরী, শাহজাহান ওমর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহসান হাবীব, একেএম ফখরুল ইসলামসহ ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং শাহ মোহাম্মদ জাফর ও মেজর আখতারুজ্জামানসহ সাবেক ৩০ জন এমপি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

সর্বশেষ চমক ছিলো ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ।
বজলুল হক হারুন এর পরিবর্তে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন
দিয়েছে দলটি। তিনি আরও মনে করেন ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত।
তবে, এখনও খালেদা জিয়ার মুক্তি চান ।
অন্যদিকে আওয়ামী লীগ বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আছে, তা ভোটের দিন প্রমান করার জন্য বিভিন্ন
কৌশল গ্রহন করা হয়েছে ।

নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমূখর করার জন্য যা করতে বলা হচ্ছে :-----
১. বিনা প্রতিদ্বন্দ্বিতা বা বিনা ভোটে কেউ পাশ করতে পারবেন না। আওয়ামী লীগের প্রার্থীদের ডামি প্রার্থী রাখতে হবে।
২. স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করতে হবে। তাদের উৎসাহিত করতে হবে।
আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হতে কোনো বাধা নেই।
৩. অন্যদলের প্রার্থীদেরও সহযোগিতা ও উৎসাহ দিতে হবে।
আওয়ামী লীগ থেকে ৩০০ আসনে এবার মনোনয়ন চেয়েছিলেন তিন হাজার ৩৬২ জন।
প্রতি আসনে গড়ে প্রার্থী ছিলেন ১১ জন এর মধ্যে ২৯৮ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন না পেয়ে যেমন হতাশ হয়েছেন, তেমনি প্রধানমন্ত্রীর কথায় ‘স্বতন্ত্র' বা ‘বিদ্রোহী' প্রার্থী
হতে উৎসাহিত করেছেন।
এবার নতুন কৌশল নেয়া হয়েছে, "সব দল বিষয় নয়, জনগণ নির্বাচনে অংশ নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।”
ফলে এবার দলীয়ভাবেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে নির্বাচনকে উৎসাহিত করা হচ্ছে।
তাতে হয়ত নৌকা প্রতীক আর স্বতন্ত্র মিলিয়ে আওয়ামী লীগেরই এক আসনে একাধিক প্রার্থী থাকবে।

মনোয়ন পত্র জমা দানের সর্বশেষ প্রতিবদেন :
এবারের ভোটে আওয়ামী লীগের (নৌকা) হয়ে ৩০৩ জন ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙ্গল) ৩০৪ প্রার্থী ২৮৬ আসনে মনোনয়নপত্র জমা দেন।
জাতীয় পার্টির (বাই-সাইকেল) ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা) ৬, কৃষক-শ্রমিক জনতা লীগের (গামছা) ৩৪, গণতন্ত্রী পার্টির (কবুতর) ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (কুঁড়েঘর) ৬, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (হাতুড়ী) ৩৩, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) ১৪, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) ৯১, জাকের পার্টির (গোলাপ ফুল) ২১৮, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মই) ১, বাংলাদেশ তরীকত ফেডারেশনের (ফুলের মালা) ৪৭, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) ১৩, বাংলাদেশ মুসলিম লীগের (হারিকেন) ২, ন্যাশনাল পিপলস্ পার্টির (আম) ১৪২, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুরগাছ) ১, গণফোরামের (উদীয়মান সূর্য) ৯, গণফ্রন্টের (মাছ) ২৫, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঠাল) ১৩, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) ৩৯, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ১৮, ইসলামী ঐক্যজোটের (মিনার) ৪৫, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা) ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) ৩৭, বাংলাদেশ মুসলিম লিগের (হাত-পাঞ্জা) ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশন) ৫৫, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) ১১৬, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙ্গর) ৪৯ এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির (একতারা) ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২ হাজার ৭১৩ জন প্রার্থী চব্বিশের ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৬৬ জন প্রার্থী ইসিতে নিবন্ধিত ৩২টি রাজনৈতিক দলের। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭৪৭ জন।


দ্বাদশতম নির্বাচন : ৩০ শে নভেম্বর রাজনীতির ডেট লাইন

দেশ কোন পথে চলছে আপনার পর্যবেক্ষণ কি বলে ???

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পার্বত্য চট্টগ্রাম- মিয়ানমার-মিজোরাম ও মনিপুর রাজ্য মিলে খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০১


মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা সেপ্টেম্বর মাসে আমেরিকা ভ্রমণ করেছেন । সেখানে তিনি ইন্ডিয়ানা তে বক্তব্য প্রদান কালে ক্ষুদ্র নৃগোষ্ঠী chin-kuki-zo দের জন্য আলাদা রাষ্ট্র গঠনে আমেরিকার সাহায্য চেয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

হাসান মাহমুদ গর্ত থেকে বের হয়েছে

লিখেছেন শিশির খান ১৪, ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২


যুক্তরাষ্ট্রের একটি বাংলা টেলিভিশন চ্যানেল হাসান মাহমুদের সাক্ষাৎকার প্রচার করেছে। আমি ভাবতেও পারি নাই উনি এতো তারাতারি গর্ত থেকে বের হয়ে আসবে। এই লোকের কথা শুনলে আমার গায়ের লোম... ...বাকিটুকু পড়ুন

দারিদ্রতা দূরীকরণে যাকাতের তাৎপর্য কতটুকু?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৮



দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক... ...বাকিটুকু পড়ুন

শেখস্তান.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

শেখস্তান.....

বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন

সেকালের বিয়ের খাওয়া

লিখেছেন প্রামানিক, ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮


শহীদুল ইসলাম প্রামানিক

১৯৬৮ সালের ঘটনা। বর আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই। নাম মোঃ মোফাত আলী। তার বিয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল। বাবা ছিলেন সেই বিয়ের মাতব্বর।... ...বাকিটুকু পড়ুন

×