কী জীর্ণ মলিন বসন নিয়ে শুয়ে আছো
একপ্রান্ত ধরে টানছে নৌকাবাসী মন
অন্যপ্রান্তে লিকলিকে ধানের ডগা
মধ্যখানে আমি ও আমরা জবথবু পড়ে আছি।
তবু এই করে একচল্লিশটি বছর কাটলো -
একটুও বদলায়নি পাড় কিংবা
জলের রঙ তার।
উপোসী ছিলাম বলে প্রতিদিন এসব হিসাব রাখি
আর প্রত্যেকটি যুদ্ধার নামে পদ্যের চরণ বাধি।
কী হয় এসব লিখে নিজেও জানি না;
মন কোনো এক জায়গায় তিথুবে বলে
এক দুই ধারাপাত গুণি।
আমার গননা শেষ হয় না মা
আমার ধারাপাত ...
কালো শ্লেটের বুকে একটি ভুল অংক
সারা বাংলায় ঝুলে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




