
কথার অঞ্চলভেদে চাইলে বলতেই পারো
দুঃখপোড়ানো বেদাত—
সময় তখন প্যাডেলে পা ঘোরায়
আগন্তুক বর্ষার ফোয়ারায় জ্বলে ওঠে জল
যতটুকু দেখছ ততটুকু ছাড়া আমার কিচ্ছু নেই
না প্রেম—না কৌতুহল—না বিষফল
চাইলে তুমি আমাকেও নিতে পারো সাথে
এক কাপ চা, পিয়ানোর ক্ষোভ কিংবা শীতার্ত কম্বল
১৮.৯.২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


