somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপার হিট বাংলা সিনেমা কিংবা আমাদের চলচ্চিত্র-শিল্পরক্ষার সহজ দাওয়াই

০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘পাঠকের মৃত্যু’ নামে একটা লেখা ছোট গল্প পড়েছিলাম। সেভাবে বলতে হয় ১০ বছর আগে আপনার যে বইটা ভালো লাগতো, এখন তা রাবিশ মনে হতে পারে। তেমনি নব্বইয়ের দশকের গোড়ায় ভিসিআর-ভিসিপি ভাড়া এনে আমরা দল বেঁধে রাত ভর বাংলা সিনেমা দেখতাম। তখন আমাদের কাছে প্রধান আকর্ষণ নায়ক রুবেল, ভিলেন ড্যানি সিডাকের দ্বৈরথওয়ালা বাংলা ছবি। এখন সেসব ছবি দেখলে হাসি পায়; ফাইট, ডান্স, পোশাক, মেকআপ সবকিছু উদ্ভট লাগে। রনি, বুকে হাত দিয়ে উত্তর করুন, ‘বেদের মেয়ে জোছনা’ সিনেমাটা এখন দেখলে আগের মতো ভালো লাগবে? একসময় সালমান শাহর সিনেমার পাগল ছিলাম, তার অভিনয় তো বটেই নাচা-গানাও কম টানতো না। কিন্তু এখন টিভি রিমোটের বোতাম চাপতে চাপতে কোনো চ্যানেলে ছায়াছন্দ টাইপ অনুষ্ঠানে সালমান শাহর কোনো সিনেমার গান হঠাৎ চোখে পড়লে নাচ দেখে মনে হয় বাদর-নাচ, কোরিওগ্রাফিক কি শ্রী (এর দায় অবশ্য অশিক্ষিত নৃত্যু পরিচালকের) তার মানে সাহিত্য পাঠক হিসেবে আপনার, আমার উৎকর্ষতার কারনে আমরা এখন সাহিত্য-নির্ভর সিনেমা খুঁজি; কিন্তু তৈরিপোশাককর্মী, মুদি-দোকানকর্মী, সেলুনকর্মীরা এখনও ঈদের ছবির খোঁজ নেন। তারা যে বাণিজ্যিক ধারার সিনেমা দেখেন, তার মানও যে পড়ে গেছে, তা-ও ঠিক; এছাড়া সামাজিক-অ্যাকশন ধারার ছবির তারকা সাবানার সরে যাওয়া, জসিমের মৃত্যু প্রভৃতি কারণেও এক ধারার দর্শক কমেছে। আবার সালমান শাহ, মান্নার মৃত্যুর (যদিও মান্নার ছবিতে একঘেয়েমি চলে এসেছিল, শাকিব তখন আস্তে আস্তে তার জায়গা নিচ্ছিলেন) কারণেও মূলধারার সিনেমার দর্শক কমে গেছে।
একটা বিষয় বলে রাখি মূলধারা বলতে আমরা যা জানি, সেই মারদাঙ্গা, অতি-প্রেম মার্কা ছবি কিন্তু আবার বলিউডে রাজত্ব করছে সালমান খান, অজয় দেবগনদের কল্যাণে (তাদের ছবি এখন ১০০ কোটি রূপির উপরে ব্যবসা করছে, আজই পত্রিকার খবর শহীদ কাপুরও নাকি এ ধারার ছবির করছেন)। আবার ভিসিডি-ডিভিডির কল্যাণে পাড়ার চায়ের দোকান, বাজারের হোটেলও মিনি সিনেমা হলে পরিণত হওয়ায় আমজনতার একটা অংশ হলবিমুখ হয়ে পড়েছে। অন্যদিকে ডিশ এন্টেনার জোয়ারে ঘরে বসে দিনে দেশ-বিদেশের গন্ডা গন্ডা ছবি দেখার সুযোগ থাকায় শহুরে শিক্ষিত-সংস্কৃতিমনা পারিবারিক দর্শকরা (মধ্যবিত্ত, নিম্মমধ্যবিত্ত) হলবিমুখ। এর একটা কারণ অবশ্য আমাদের সিনেমা হলগুলোর পরিবেশ, প্রযুক্তির যাচ্ছেতাই অবস্থা। এ যুগে এসেও ঝা-চকচকে শপিং মলের আদল পায়নি আমাদের সিনেমা হলগুলো, সেই ছারপোকাওয়ালা আসন-মার্কা রয়ে গেছে। দেশের প্রতিটি জেলা শহরে অন্তত একটা করে স্টার সিনেপ্লেক্সের মতো অত্যাধুনিক প্রেক্ষাগৃহ দরকার। রাজধানী ঢাকার উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ির দিকেও এমন প্রেক্ষাগৃহ দরকার। অন্যান্য বিভাগীয় শহরেও স্টার সিনেপ্লেক্সের মতো অত্যাধুনিক একাধিক প্রেক্ষাগৃহ দরকার। এগুলোয় দুই বাংলার সিনেমা, হলিউড, বলিউডসহ সারা পৃথিবীর সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রেক্ষাগৃহ ব্যবসা (প্রদর্শক) এদেশে টিকবে বলে আমার কাছে মনে হয় না, হল ভেঙ্গে আধুনিক বিপনিবিতান নির্মাণের জোয়ার থামাতে এর বিকল্প নেই।
আরেকটা বিষয় হচ্ছে সাহিত্যভিত্তিক সিনেমা-তো দরকারই (এজন্য নূরুল আলম আতিক, মোস্তফা সরওয়ার ফারুকী, গিয়াসুদ্দিন সেলিম, অনিমেষ আইচ, অমিতাভ রেজা, রেদওয়ান রনি, মোস্তফা কামাল রাজরা-তো একটা ধারা তৈরি করে চলেছেন; আমার মতে তাদের মূলধারায় নেমে তাদের এফডিসি দখল করা উচিত, ঝেটিয়ে বিদায় করা উচিত যাত্রাপালা মানসিকতার নির্মাতাদের [এর মানে যাত্রাপালাকে খাটো করছি না, যাত্রাপ্যান্ডেলে যাত্রাপালা মানায়, সিনেমার নামে যাত্রাপালা টাইপ কিছু বিরক্তিকর, বিশেষ করে মূলধারার বাংলা সিনেমার পোশাক, মেকআপ, সেট ডিজাইন, অ্যাকশন])।
আমাদের সিনেমাকে শিল্প হিসেবে এগিয়ে নিতে হলে অবশ্যই হলিউডি-বলিউডি টাইপ রোমান্টিক, অ্যাকশন ছবিও দরকার (আমাদের সিনেমার কিন্তু শুরু থেকেই কিন্তু হলিউড-বলিউডের অনুসরণ-অনুকরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে; ষাট-সত্তর দশকের বাংলা সিনেমার রাজ্জাক-কবরী, আনোয়ার হোসেনদের পোশাক-আশাকের সাথে উত্তম-সুচিত্রা, রাজেশ খান্না, হেমা মালিনীদের মিল তো আর কাকতালীয় নয়; বাংলা সিনেমার সোনালি দিনের অনেক জনপ্রিয় গানের সাথে আজকাল ডিশের কল্যাণে ভারতীয় চ্যানেলের পুরনো সিনেমার গানের কথা-সুরের মিল পাই; আমার অজ্ঞতার কারণেই কিনা কে জানে এ বিষয়টা নতুন জানছি, তবু সে সময় প্রযুক্তি কাছাকাছি ছিল, নির্মাতাদের মেধার কারণে নকল হলেও এখনও যাট-সত্তর-আশির দশকের সাদাকালো যুগের ঢাকাই সিনেমা এখনও ভালো লাগে)। এখন হলিউড-বলিউডের অন্ধ, আধা-অন্ধ অনুকরণ থাকলেও গল্প, ক্যামেরার কাজ, পোশাক, সেট ডিজাইন হয় মান্ধাতা আমলের নয়তো, যাত্রাপালা মার্কা। তার মানে শিল্প-ভাবনায়, প্রযুক্তির আধুনিকতায়, গল্পের বুনটে আমরা হয় দুর্বল নয়, পিছিয়ে আছি। এসব ক্ষেত্রে উন্নতি যেমন জরুরি, তেমনি মেধাবী নির্মাতাদের মূলধারার সিনেমার প্রতি নাক সিটকানোর ভাব ত্যাগ করে কাজে নামা উচিত (ভালো খবর হচ্ছে এ প্রজন্মের কেউ কেউ আসছেন)। সিনেমার কেউ নই আমি, স্রেফ একজন দর্শক; সে হিসেবে বকবক বেশি হয়ে গেল; ক্ষমা করে দিও আমায়!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×