আহসান মঞ্জিল যখন প্রথম বার যাই আমি প্রচন্ড ভাবে নাড়া খেয়েছিলাম এই জেনে যে পাকিস্তান এর জন্ম হয়েছিল এই বাংলাদেশে পাকিস্তান এ নয়। শ্রদ্ধেয় পাকিস্তানী সাংবাদিক হামিদ মীর এর লেখা পড়ে আবার সেই কথা সামনে চলে এল। তিনি লিখেছেন বাংগালীরা এক মহান জাতি যারা একটি নয় দুট রাস্ট্রের জন্ম দিয়েছেন। তার লেখা পড়ে আমি গর্ব অনুভব করেছি, আপ্লুত হয়েছি। তবে পুর জাতির েক্ষত্রে কথাটা সাধারন ভাবে প্রযজ্য কিনা তা বোধ করি ভেবে দেখার প্রয়জন আছে। স ংগত কারনে এ লেখার অবতারনা।
এক শ্রেণীর মানুষদের আমরা সবাই চিনি যারা পাকিস্তানে কেনো মক্কা নেই, পাকিস্তানের দিকে কেবলা করে নামাজ পড়তে পারছে না, আজন্ম তাদের এই দঃখ, তারা কিছুতেই ঘুচাতে পারছেন না। আর এক শ্রেণীর মানুষকে আমি দেখেছি যারা তাদের ডানা কাটা পরীর মত কন্যাকে এক এলেবেলে হিন্দুস্তানী ছেলের কাছে বিয়ে দিতে পেরে সর্গের সুখ পৃথীবেতেই লাভ করেছেন। আর এক জাতের মানুষ আছে যারা মনে করে তারা ভুল করে বাংলাদেশে জন্মেছেন তাই তাদের অরিজেনাল মায়ের ভাষাটা তারা ভালো করে রপ্ত করতে পারেননি ফলে তারা তাদের অরিজিনাল মায়ের ভাষার উচ্চারন পদ্ধতি ব্যাবহার করে বাংলায় কথা বলে থাকেন ।
ভেবে ব লুন ত কেন সানিয়া মির্জআ পুর ভারত জুড় এক টিও যোগ্য ছেলে খুজে পেলেন না?
(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



