![]()
মিশরে এক কিশোরী কে হ্যান্ডকাপ পরা অবস্থায় সন্তান প্রসবে বাধ্য করা হয়। যখন তার সিজার করা হচ্ছে তখনও হ্যান্ডক্যাপ খুলে দেয়া হয়নি। কিশোরীর নাম “দাহাব হামদি”(১৮)। গ্রেপ্তার কালীন সময় সে ৯ মাসের প্রেগন্যান্ট ছিল।
আরএনএন (রসদ নিউজ নেটওয়ার্ক) এর নিকট হাসপাতালে দেয়া সাক্ষাৎকারে বলেছেঃ আমি হাসপাতালে যাচ্ছিলাম শারীরিক চেক-আপের জন্য। পুলিশ আমাকে গ্রেপ্তার করে। আমি প্রেগন্যান্ট জানালে পুলিশ ব্যঙ্গ করে বলে “জেলেই তোমার ডেলিবারি হবে”
দাহাব হামদি কন্যা সন্তান জন্ম দেয়। তার সন্তানের নাম রাখা হয় “হুররিয়াহ” (ফ্রিডম)যার অর্থ স্বাধীন, মুক্ত।
সেনাঘেঁষা মানবাধিকার গ্রুপগুলো এ ব্যাপারে চুপ করে রয়েছে। স্বতন্ত্র মানবাধিকার সংগঠন গুলো সেনা হয়রানির ভয়ে মুখ খুলছে না।
উল্লেখ্য, মিশরের জেলগুলোতে বন্দীদের সাথে পশুসুলভ আচারন করা হয়। মিশর একটি পুলিশি রাষ্ট্র। বিগত সময় গুলোতে রাজবন্দীদের নির্যাতন করে মানসিক ভারসাম্যহীন করে ফেলার অসংখ্য নজির রয়েছে।
দাহাব হামদি এবং তার নবজাতকের ফটো
(লক্ষ্য করুন, হাত এখনো হ্যান্ডকাপ লাগানো)
সিজার করার সময়
![]()
সন্তান সহ
![]()
![]()
![]()
বাবু'টার আড়মোড়া
![]()
আরএনএন এর নেয়া সাক্ষাৎকার (আরবিতে)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


