somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেটে টাকা উপার্জন করা: কিছু বাস্তব পদ্ধতি

২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন যাবত টাকশালে লেখা শুরু করবো ভাবতে ভাবতে নানা ব্যস্ততায় আর লেখা হয়ে উঠছিল না। আজকে নিয়ত করলাম শুরু করতে হবে। শুরুতে গুরুত্বপূর্ণ কথাগুলো আরেকবার বলে নেই। টাকশাল এর উদ্দেশ্য আপনি যেন ইন্টারনেটকে অর্থ উপার্জনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারেন সেজন্য আপনাকে সহায়তা করা। তবে যদি আপনার যদি মনে হয় পিটিসি ওয়েবসাইটের রেফারেল লিংক যত্রতত্র পোস্ট করা বা ক্যাপচা টাইপ করাই হলো ইন্টারনেটে টাকা উপার্জন করা তাহলে মাফ ও দোয়া চাই, টাকশাল আপনাকে সাহায্য করতে অক্ষম।

আজকে দেখি অনলাইনে টাকা বানানোর আসলে কি কি রাস্তা আছে। রাস্তা অনেক আছে, তবে কোনটাই সহজ না (পিটিসি জাতীয় ধান্দাবাজিকে আমি আয় করা হিসেবে গুনতে রাজি না)। অন্য সব কাজের মতো এই কাজগুলিতেও মনোযোগ আর পরিশ্রম লাগে। আসেন দেখি কি কি করা যায়:

১. ফ্রিল্যান্সিং: বাংলাদেশে সম্ভবত ডোল্যান্সার জাতীয় বাটপাড়গুলার কল্যানে মানুষের ধারনা হইছে ফ্রিল্যান্সিং করার জন্য টাকা দিয়া রেজিস্টার করতে হয় এবং অ্যাড ক্লিক করাই হইলো ফ্রিল্যান্সিং। দুইটার কোনটাই সত্য না। ফ্রিল্যান্সিং বলতে বোঝায় কোন রকম প্রতিষ্ঠানে না থেকে নিজে নিজে কোন একটা সেবা দেয়া । ইন্টারনেটে কিছু প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টদের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেয়। যেমন
গুরু
ইল্যান্স
ওডেস্ক
ফ্রিল্যান্সার

যদিও বাংলাদেশের মানুষ ওডেস্ক আর ফ্রিল্যান্সার চেনে ব্যাপকভাবে, এই দুইটা সবচাইতে বাজে এবং ম্যানিপুলেটিভ আউটসোর্সিং প্লাটফর্ম। কথা হচ্ছে আপনি কি সার্ভিস দিবেন? যে কোন কিছু, যা আপনি আসলেই করতে পারেন। দয়া করে এমন কিছু করতে যাবেন না যাতে আপনার বিন্দুমাত্র ধারনা নাই। অথবা কোন একটা নির্দিষ্ট কাজে আপনার দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন আগে, তারপর দক্ষ হয়ে গেলে কাজ শুরু করুন। ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত আলোচনা আরেক পোস্টে করা হবে। ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং বিষয়ে স্টেপ বাই স্টেপ গা্ইডলাইন করে একটা ইবুক তৈরি করার। দেখা যাক।

২. এফিলিয়েট মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা বোঝা সোজা- আরেকজনের প্রডাক্ট বিক্রি করে দিয়ে তার কাছে থেকে কমিশন নেয়া। এফিলিয়েট মার্কেটিং এর জন্যও নানারকম প্লাটফর্ম আছে, যেমন ক্লিকব্যাংক , কমিশনজান্কশন , শেয়ারআসেল ইত্যাদি। এফিলিয়েট মার্কেটিং করার সহজ বুদ্ধি হল একটা নির্দিষ্ট বিষয়ের উপর ওয়েবসা্ইট তৈরি করে তারপর সেখানে যথেষ্ট লোকজন আসা শুরু হলে তাদেরকে বিভিন্ন প্রডাক্ট রেফার করা। এইটা বেশ টেকনিকাল ইস্যু, ইহা সম্পর্কেও বিস্তারিত আলোচনা পরবর্তী বিভিন্ন পোস্টে হবে। আজকে শুধু আয়রোজগারের মূল কিছু পন্থা জানিয়ে রাখছি। সিপিএ নেটওয়ার্ক এ জয়েন করা এফিলিয়েট মার্কেটিং এর আরেকটা পথ। ম্যাক্সবাউন্টি , নেভারব্লু , পিয়ারফ্লাই এইগুলো কয়েকটা নির্ভরযোগ্য সিপিএ নেটওয়ার্ক। তবে এগুলোতে ঢোকা সহজ ব্যাপার না ।

৩. পাবলিশিং
পাবলিশিং হলো আপনার নিজের সাইটে বা অন্য কোথাও বিভিন্ন আর্টিকেল, অডিও, ভিডিও ইত্যাদি কনটেন্ট প্রকাশ করে সেখান থেকে আয় করা। টাকাটা আসতে পারে কনটেন্ট এর সাথে এড জুড়ে দিয়ে বা রেফার করে বা কোন কিছু বিক্রি করে। নিজের ওয়েবসাইট তৈরি করে যেমন এটা করতে পারেন, আবার কিছু জায়গা আছে যেখানে পাবলিশ করেও করতে পারেন, যেমন: হাবপেজেস , স্কুইডো ইত্যাদি। সেক্ষেত্রে অবশ্য আপনাকে রেভিন্যু শেয়ার করতে হবে।

৪. বই বিক্রি
আমাজন কিন্ডল এক অসাধারন সুযোগ তৈরি করে দিয়েছে। আপনি যদি লিখতে দক্ষ হোন তাহলে আমাজনের মাধ্যমে বই বিক্রি করতে পারেন। আরো কিছু জায়গা আছে বই পাবলিশ ও বিক্রি করার। যেমন লুলু এইরকম একটা প্লাটফর্ম।

৫. প্রডাক্ট বিক্রি
ইন্টারনেট সারা পৃথিবীকে মোটামুটি একটা মার্কেটে পরিণত করে ফেলেছে। চাইলে আপনিও এই মার্কেটে একটা দোকান খুলে বসতে পারেন। ইবে , এটসি এরা এই সুবিধা দেয়। আরো কিছু ওয়েবসাইট আছে যারা প্রডাক্ট তৈরি করে দিবে, ডেলিভারিও দিবে, ডিজাইন করে দিবেন আপনি। যেমন ক্যাফেপ্রেস , জ্যাজল ইত্যাদি।

৬. গিগ
গিগ হলো এমন কোন সার্ভিস যা একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে বারবার করে দেয়া যায়। ফাইভার এই গিগ ওয়েবসাইটে ক্ষেত্রে একটা বিপ্লব করে ফেলেছে। এটাও আউটসোর্সিং এর মধ্যেই পড়ে। তবে এর কিছু অনন্য সুবিধা আছে, সেগুলো নিয়ে আলাদা পোস্টে আলোচনা হবে।

৭. ডোমেইন কেনাবেচা
ডোমেইন হলো ভার্চুয়াল দুনিয়ার রিয়াল এস্টেট। আর এই রিয়াল এস্টেট বেচাকেনার ব্যবসা আপনিও চাইলে করতে পারেন। ওয়েবসাইট ডেভেলপ করে বিক্রি করা আরো লাভজনক। ফ্লিপ্পা এই ক্ষেত্রে চমত্কার সার্ভিস দেয়।
এছাড়া আরো অনেক পথ আছে টাকা আয় করার, কিন্তু উপরে উল্লেখ করা পদ্ধতিগুলি বেশি ব্যবহৃত হয়।
আজকে আপাতত এইটুকু থাক । তার আগে একটা ইনফোগ্রাফিক শেয়ার করি, ইন্টারনেটে কিভাবে আয় করা যায় সেই বিষয়ে ফাস্ট কোম্পানির করা।



টাকশালকে একটা পরিপূর্ণ ওয়েবসাইট হিসেবে চালু করার পরিকল্পনা আছে, যেখানে নিয়মিত দরকারি পোস্ট, গাইডলাইন, টুল ইত্যাদি শেয়ার করা হবে, একটা ফোরাম থাকবে যেখানে আপনারা আলোচনা, মত বিনিময়, কে কি করছেন সেই বিষয়ে আপডেট এইসব থাকবে। আমার মূল উদ্দেশ্য স্কাইল্যান্সার ডোল্যান্সার এর মতো ধান্দাবাজদের ফাদে যেন মানুষ না পরে সেইটুকু সচেতনতা তৈরি করা আর পিটিসি-র মতো অহেতুক কাজে নিজের সময় নষ্ট না করে ফ্রুটফুল কিছুতে পরিশ্রম যেন দিতে পারেন সেই গাইডলাইনটা যতোটুকু পারি দেওয়া। বাইদাওয়ে, ওয়েবসাইট আর ফোরাম সবই হবে বাংলায়। এখন সেই পর্যন্ত আসলে যাওয়া হবে কিনা সেটা নির্ভর করছে আপনাদের রেসপন্স এর উপর। দেখা যাক।

সবাইকে ঈদের শুভেচ্ছা। শুভ থাকবেন। আপনাদের প্রশ্ন থাকলে করবেন প্লিজ, আমি যতদুর পারি উত্তর দিতে চেষ্টা করব ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৪
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসলিম কি সাহাবায়ে কেরামের (রা.) অনুরূপ মতভেদে লিপ্ত হয়ে পরস্পর যুদ্ধ করবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ৯:৪৯




সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

মসজিদে মসজিদে মোল্লা,ও কমিটি নতুন আইনে চালাচ্ছে সমাজ.

লিখেছেন এম ডি মুসা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১০:২৩

গত সপ্তাহে ভোলার জাহানপুর ইউনিয়নের চরফ্যাশন ওমরাবাজ গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লোকটি নিয়মিত মসজিদে যেত না, মসজিদে গিয়ে নামাজ পড়েনি, জানা গেল সে আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, স্বীকারোক্তিতে সে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অনাকাঙ্ক্ষিত অতিথি

লিখেছেন ইসিয়াক, ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:১২

(১)
মাছ বাজারে ঢোকার মুখে "মায়া" মাছগুলোর উপর আমার  চোখ আটকে গেল।বেশ তাজা মাছ। মনে পড়লো আব্বা "মায়া" মাছ চচ্চড়ি দারুণ পছন্দ করেন। মাসের শেষ যদিও হাতটানাটানি চলছে তবুও একশো কুড়ি... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিরোধী মতের কাউকে নীতি মালায় নিলে কি সত্যি আনন্দ পাওয়া যায়।

লিখেছেন লেখার খাতা, ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

ব্লগ এমন এক স্থান, যেখানে মতের অমিলের কারণে, চকলেটের কারণে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক তর্কাতর্কি বিতর্ক কাটা কাটি মারামারি মন্তব্যে প্রতিমন্তব্যে আঘাত এগুলো যেনো নিত্য নৈমিত্তিক বিষয়। ব্লগটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগার'স ইন্টারভিউঃ আজকের অতিথি ব্লগার শায়মা

লিখেছেন অপু তানভীর, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১১:০৫



সামুতে ব্লগারদের ইন্টারভিউ নেওয়াটা নতুন না । অনেক ব্লগারই সিরিজ আকারে এই ধরণের পোস্ট করেছেন । যদিও সেগুলো বেশ আগের ঘটনা । ইন্টারভিউ মূলক পোস্ট অনেক দিন... ...বাকিটুকু পড়ুন

×