
রাখাইনে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আজ বৃহস্পতিবার সমঝোতা স্মারক (এমওইউ) সই হচ্ছে। গতকাল বুধবার নেপিদো’তে এই সমঝোতার খসড়া নিয়ে দিনভর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল সন্ধ্যায় নেপিদো’তে সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (আজ) সমঝোতা স্মারক সই হবে আশা করি।

অবশেষে একটা আশার আলো দেখতে পাচ্ছি। নির্যাতিত রোহিংগারা আমাদের আশ্রিত তবে এখানে স্হায়ি ভাবে রাখার মত অবস্হায় আমরা নেই। এমনিতেই ঘনবসতি আমাদের দেশ তার উপর কয়েক লাখ উদ্ধাস্তু। কিছু দিন হইতো বিদেশিরা ত্রান সাহায্য করতো কিন্তু আজিবন না। সরকারের এটা বড় সাফল্য হবে যদি শান্তিপুর্ন

ভাবে রোহিংগাদের নিজ ভুমিতে প্রত্যাবর্তন করাতে সক্ষম হয়।
রোহিংগাদের নিরাপত্তার বিষয়টাও উভয় দেশের মাথায় রাখতে হবে। দেখা গেল ফেরত নিয়ে আবার হত্যা ধর্ষন শরু করলো বেইমান বার্মিজরা। এটাও সরকারকে নিশ্চিত হতে হবে যাতে আবার এই পরিস্হিতি না হয়।

রোহিংগা ইস্যুতে সফলতা পেলে আগামি সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এর সুফল পাবে। রোহিংগারা তাদের ভুমি ফিরে পাবে। আমরাও জনগন কিছুটা সস্হি পাবো এই বোঝাটা বিদায় হলে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫