
ইহুদিবাদী ইসরাঈল তাদের স্বপ্নের রাজধানী জেরুজালেম কে পাগলা ট্রাম্পের মাধ্যমে ঘোষনা দিয়েছে। স্বাধীন ফিলিস্তিন গঠনের বড় হুমকিএই অবৈধ ঘোষনা। নিরিহ ফিলিস্তিনিদের ভুমি ইসরাইলের করায়ত্ত হবে। ইতিমধ্যে সংঘর্ষ
দুইজন ফিলিস্তিনি শহীদ হওয়ার খবর পেলাম। পাগলা ট্রাম্পের এই ঘোষনা গোটা মুসলিম বিশ্বকে আঘাত দিয়েছে। এখন দেখার অপেক্ষায় ওআইসি, সৌদি আরব,সহ মুসলিম দেশগুলো কি ব্যবস্হা ন্যায়। ইরানের হুমকি দামকি তো বহুত শুনেচি এবার দেখি বাস্তবে কি করে।
মুসলমানদের ওস্তাদে আজম সৌদি আরবের ভুমিকা কোন পক্ষে যায় সেটা নিয়ে চিন্তিত আছি। তারা নাকি তলে তলে ইসরাইলের সার্থ রক্ষার দ্বায়িত্ব নিচে।

মহান আল্লাহ তুমি ফিলিস্তিনি জনগন কে হেফাজত কর।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



