১। ১৯৩৮ সালে টাইম ম্যাগাজিন অ্যাডলফ হিটলার কে “ম্যান অফ দা ইয়ার” নির্বাচন করে।
২। আজ পর্যন্ত ১২ জন মানুষ চাঁদে পদার্পন করেছে।
৩। ফেলে দেয়া চুইংগাম দ্বারা দর্শনার্থীদের অসুবিধা হতে পারে, এই কথা বিবেচনা করে ডিজনিল্যান্ডে চুইংগাম বিক্রি হয় না।
৪। নতুনত্ব বজায় রাখার জন্য প্রতি বছর ডিজনিল্যান্ডে ৫০০০ গ্যালন রঙ ব্যাবহার করা হয়।
৫। জিরাফ, উটের চেয়ে বেশিদিন পানি ছাড়া বাঁচতে পারে।
৬। মার্কিন যুক্তরাষ্ট্রের ২য় এবং ৩য় প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস এবং থমাস জেফারসন। তারা উভয়েই ৪ঠা জুলাই ১৮২৬ সালে মারা যান। তাদের মৃত্যুর সময়ের ব্যাবধান ছিল মাত্র কয়েক ঘন্টা।
৭। উড়বার জন্য ১টা প্রজাপতির দেহের তাপমাত্রা কমপক্ষে ৮৬ ডিগ্রি ফারেনহাইট(৩০ ডিগ্রি সেলসিয়াস) হতে হবে।
৮। ইন্ডিয়া পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ।
৯। এখন পর্যন্ত রেকর্ড সবচেয়ে দীর্ঘকায় নারী ৮ ফুট ২ ইঞ্চি লম্বা। তিনি ১৭ বছর বয়সে মারা যান।
১০। গড়ে মানুষের মাথায় ৮৫ হাজার থেকে দেড় লক্ষ চুল থাকে।
১১। ঠান্ডা আবহাওয়া নখ দ্রুত বৃদ্ধিতে সহায়ক।
১২। “মোহাম্মাদ” হল পৃথিবীর সবচেয়ে কমন নাম, যা মানুষ জন্মসূত্রে পেয়ে থাকে।
১৩। একজন মানুষের ঘুমিয়ে পড়তে গড়ে ৭ মিনিট লাগে।
১৪। প্রতি ২ মিলিওন মানুষের মাঝে ১ জন মানুষ বিছানা থেকে পড়ে মারা যায়।
জানা-অজানা !!! কিছু অদ্ভুত, বিস্ময়কর ফ্যাক্টস।
জানা-অজানা !!! কিছু অদ্ভুত, বিস্ময়কর ফ্যাক্টস। পর্ব:০২
(নেট থেকে সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


