আমরা কম্পিউটার এর অনেক ফাইল এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভ এ নিতে cut, copy আরো কতো কি করি। তাছারা ফাইল এর উপর right click করলে send to বাটনে দিলে যায়। কিন্তু এতে আপনার ইচ্ছেমত ফোল্ডারে যায় না। আপনি ইচ্ছে করলেই কিছু কেরেস্মতি করলেই আরো সহজেই ফাইল আপনার ইচ্ছেমত ফোল্ডারে রাখতে পারবেন। বিশেষ করে ডেস্কটপে রাখা ফাইল আপনি এক্সপ্লোরার না খুলেই অন্য ড্রাইভ এ নিতে পারেন। তার জন্য নীচের পদ্ধতি অনুসরণ করুন।
start/run/regedit লিখে এন্টার করুন।
তারপর HKEY_CLASSES_ROOT/AllFilesystemObjects/shellex/ContextMenuHandlers খুলুন।
এখানে Copy To Folder নামে একটি নতুন regestry key তৈরী করুন।
এবার Copy To Folder এর ডান পাশের প্যানেল থেকে default নামের স্ট্রিং ভ্যালুটিখুলে এর মান হিসেবে {C2FBB630-2971-11d1-A18C-00CO4FD75D13} লিখে দিন। এবার window টি বন্ধ করে বেরিয়ে আসুন এবং restart করেন আপনার পিসি। তারপর যেকোন ফাইল এর উপর রাইট ক্লিক করলে send to এর উপর copy to লিখা আসবে এবং আপনি আপনার ফাইল সরাসরি গন্তব্যে পৌঁছে যাবেন।
ট্রাই করে দেখুন সবাই। ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




