
এই উইকেন্ডে পিসির সামনে বসবার সময়ই বের করতে পারলাম না। একা একা থাকা আর ঘরের কাজ কর্ম করার ঝক্কি-ঝামেলা যাদেরকে পোহাতে হয় তারাই বুঝবে বিষয়টা। যাই হোক, তাই এই সপ্তাহে একটা ছোট এবং সিম্পল গেইম লিখবার ইচ্ছা ছিলো। সেজন্যই লিখলাম এটা, "লেটার মেমোরী গেইম"।
এই গেইম নানা জায়গায় নানা নামে রয়েছে। আমি যেখানে প্রথম খেলি সেখানে ছবি ম্যাচ করতে হতো, আমি এখানে বর্ণ ম্যাচ করতে বলছি। গেইম সহজও না আবার কঠিনও না।
গেইম এর শুরুতেই "স্টার্ট গেইম" ক্লিক করুন। ৩৬ টি ঘরের একটি টেবিল আসবে, সবগুলো একি রঙ্গের। ৩৬ টি ঘরে মোট ১৮ জোড়া বর্ণ রয়েছে। আপনার কাজ হলো একি বর্ণ রয়েছে এমন দুটি ঘর পর পর ওপেন করা, তাহলে সেটি একটি ম্যাচ হবে।

তাহলে মেমোরী এর কাজ কী?
যেহেতু প্রতিটি ঘর কাভার করা আছে তাই কোন ঘরের নীচে কোন বর্ণ আছে তা আপনাকে মনে রাখতে হবে। যেমন,
১ নম্বর ঘরে ক্লিক করে পেলেন A
২ নম্বর ঘরে ক্লিক করে পেলেন B
যেহেতু দুটি বর্ণ মিললো না তাই ঘর দুটি আবারো কাভার হয়ে যাবে। কিন্তু আপনি মনে রাখলেন যে ১ নম্বরে আছে A এবং ২ নম্বরে আছে B। এরপর
৩ নম্বর ঘরে ক্লিক করে পেলেন D
৪ নম্বর ঘরে ক্লিক করে আবার পেলেন A
যেহেতু দুটি বর্ণ মিললো না তাই ঘর দুটি আবারো কাভার হয়ে যাবে। কিন্তু আপনি মনে রাখলেন যে ৩ নম্বরে আছে D এবং ৪ নম্বরে আছে A। ব্যাস এইতো আপনার নিশ্চয় মনে আছে ১ নম্বর ঘরে ক্লিক করেও আপনি A পেয়েছিলেন। তাহলে দেরী না করে আপনি ১ নম্বর ও ২ নম্বর ঘরে ক্লিক করুন। ব্যাস বর্ণ দুটি মিলে যাবে। এভাবেই মেমোরীকে ব্যবহার করতে হবে।
প্রতিটি ম্যাচ এর জন্য পাবেন ১০ পয়েন্ট আর ভুল হলে কাটা যাবে ১ পয়েন্ট।
আশা করি গেইমটি ভালো লাগবে। খেলে থাকলে পয়েন্ট জানিয়ে যেতে ভুলবেন না।
সরাসরি গেইম এর লিংক: লেটার মেমোরী গেইম
ব্লগ পোস্টের ব্যাকলিংক
___________________________
অন্যান্য গেইম গুলি (সামু পোস্টের লিংক)
১. স্নেক গেইম
২. টিক-ট্যাক-টো গেম
৩. পিকচার পাজল গেম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




