বিভিন্ন টিভি অনুষ্ঠান গুলাতে ....বিশেষ করে টকশো গুলাতে প্রিয় শিল্পী গুলো কথা বলে ভাল লগে কিন্তু মাঝে মাঝে সেই সব শিণ্পীরা গান গেয়ে শোনাতে গিয়ে পুরানো রেকর্ড ছেরে দিয়ে ঠোঁট মিলান
তাকরেই ঘেমে ও যান । গায়ে আগুন ধরে যখন উপস্থাপক/উপস্থাপিকা বলেন খুব সুন্দর হইসে....
আরে গান ত গাইল ই না কি সুন্দর হইছে ?
যদি পুরানো রেকর্ড বাজান হয় তাহলে বললেই ত হল .... অন্য ভিডিও বা শিল্পীর ভিডিও...আর ঐ গানের ভিডিও থাকলে তা দেখাইলেই ত হইল ......এই সব ন্যাকামীর কি দরক্বার?
এক বার "সৈনিকের" "তুমি আমার সুখ " গানটায় বেচারা ঠোঁট মিলানোর সময় শেষের দিকে যেখানে দুই টা গলা সেখানে মামা ধরা তখন কতক্ষন আগের গলা আর কতক্ষন পরের গলা ....খিচুরী অবস্থা
এখন এন টি ভি "তোমাদের পেল বাংলাদেশ" টক শো তে সেই একই প্রতারনা....সত্য কখায় কী ভাত নাই নাকি ?
নাকি আমরা ই বোকা এসব অনুষ্ঠানে প্রিয় শিল্পীদের ফোন করি নাজানী সেখানে কি প্রতারনা হয়
আফসোস আমরা কিছু নিয়মে পরিবর্তন আনছি না ।.......তবুও স্বপ্র দেখি এগিয়ে যাও বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




