গরু কিনতে গিযা ক্যচালে পরেন না ...সেই রকম ভাগ্যবান ক্রেতা খুব কম ই আছে । আমার ক্যচাল গুলান পুরানই...যেমন ধরেন প্রতিবার কিভাবে জানি ঠিক ঈদের আগের দিনই গরু কিনা হয় ...অনেক খাটনির পর তা হয় ...মাঝারি থেকে একটু বড় গরু হাটে কম থাকে শেষের দিন সেগুলার চাহিদাই বেশী হয়। সেই রকম একটা গরুর জন্য হাটে ঢুকলাম ।দাম মিলে ত গরু মিলে না গরু মিলেত দাম মিলে না
এই খানেই শেষ না কাল সময় কইরা শিক কাবাব এর চুলা বানাইয়া ফালামু......কাবাব খাইতে হইব না ?
আবার ভাই সাবের কাটা কাটি ত আছেই বছরে এই একটা দিনই কোবা সামসু দিন ...সবাই মিলা একটু কাটা কাটি না করলে হয়.......ঈদ ত ভাই, তা ও আবার নিজের...হাত পা গোটাইয়া ত থাকন যাইব না ।
বিকজ আই এম এ কাউবয়....
হগলরে ঈদ মেবারক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




