প্রবাহমান জলের নিরবতা

সময় স্থির হয়ে আছে সন্ধ্যে থেকে ভোরে
আবছা অন্ধকারে ভীত চোখ পথ দেখে না
কোথাও কোনো শব্দ নেই, জল বয়ে যায়
পাথরের শরীর ছুঁয়ে, অদ্ভুত শান্ত! যেন
হরিণীর চেয়ে থাকা।
দূরে কে যেন হেঁটে যায় ধীর পায়ে
অলস বেড়াল এক চোখে চেয়ে দ্যাখে
নাহ তার সঙ্গী নয়, আবার ডুবে যায়... বাকিটুকু পড়ুন
০ টি
মন্তব্য ৩৪ বার পঠিত ০

