
সময় স্থির হয়ে আছে সন্ধ্যে থেকে ভোরে
আবছা অন্ধকারে ভীত চোখ পথ দেখে না
কোথাও কোনো শব্দ নেই, জল বয়ে যায়
পাথরের শরীর ছুঁয়ে, অদ্ভুত শান্ত! যেন
হরিণীর চেয়ে থাকা।
দূরে কে যেন হেঁটে যায় ধীর পায়ে
অলস বেড়াল এক চোখে চেয়ে দ্যাখে
নাহ তার সঙ্গী নয়, আবার ডুবে যায় ঘুমে।
কতকাল এভাবে পেরিয়ে গেলো কে জানে
গুটি গুটি পায়ে মহা সড়কে এলে
দেখা মেলে দুটো কুকুরের, তারা তাকিয়ে
থাকে অবাক বিস্ময়ে, যেন মোমের তৈরি পুতুল।
পাশেই বিশাল রেইনট্রি,
ধূসর পাতা ছড়িয়ে আছে খানিক দূর, পুষ্পের
আন্দোলিত অবনত মুখ মিশে আছে পাতার বুকে
শিশির গলে পড়ে মৃত গালে, গড়িয়ে যায় নিঃশব্দে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




