সাইন্স ভাল জানে- অণু ভাংলে পরমাণু নাকি পরমাণু ভাংলে অণু। আমি জানি রাজাকার ভাংলে
১। দেশদ্রোহী
২। ধর্মদ্রোহী (কারন- ইসলাম মতে দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ)
৩। সার্থপর
৪। ধর্ষক
৫। হত্যাকারী
৬। জালেম
৭। লুন্ঠনকারী
৮। ধোকাবাজ
আরো অনেক কিছু।
আপনাদের কাছে বিনয়াবৃত একটি অনুরোধ, দয়াকরে ইসলাম ও জামায়েতে ইসলামকে এক করবেন না। ইসলামের পোষাক ও আইন গায়ে মেখে ওদের কর্মকান্ড ইসলামী ছিলনা এখনো নাই। কোনো হিন্দু যেমন মুক্তিযুদ্ধে ওদের হাত থেকে রেহাই পায়নি তেমনি মুসলিম হয়েও আমার বাবা-চাচারা ওদের থেকে রেহাই পায়নি। মনে ভেবেন না ঘরের ক্ষতি পোসাতে আমার ঘৃণা। ওদের সহায়তায় আমার গ্রাম নারায়ণগঞ্জের বক্তাবলি পুড়ে ছাই হয়েছিল। শিশুরা ঘরের থামে কামড়ে কয়লা নিয়ে দাঁত মেজেছে। গ্রমের পর গ্রাম ধ্বংস করেছে। সেখানে একটা স্কুলে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল। বাবা-চাচারা সেখানে খাদ্য পোষাক সর্বরাহ করতেন। এক চাচা বুক এফোঁড়ওফোঁড় হয়ে বিদায়, আরেক জন? শুনলে অবাক হবেন, বুক ফুটো হয়ে যাবার পরও এখনো তিনি আছেন। বেসামরিক লোকদের এভাবে হত্যা কোনো মতেই (না+)পাক সেনাদের নিয়ন্ত্রণ সম্ভব হতো না যদিনা এই শুয়োরের বাচ্চারা সাপোর্ট দিত। মাথাটা ঝিম মেরে যায়। ওদের কথা ভাবলে মনে হয় এখনো একটা কিছু করলে বহুত ফয়দা হবে।
আকন্ঠ ঘৃণার বমি ওদের মুখে।
এখনি হোক এমন আঘাত
মুখ থুবড়ে ওরা নিপাত যাক।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




