আফগানিস্তানে নতুন মার্কিন কৌশল
আফগানিস্তানের রাস্তায় বিদেশী সৈন্য৻ আরো ৩০ হাজার মার্কিন সেনা শীঘ্রই
আফগানিস্তানে আরো তিরিশ হাজার মার্কিন সেনা পাঠানো হবে- এই ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ওবামা কয়েক মাসের জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন৻
মি. ওবামা বলেন, তালেবানের সাথে যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানে স্থিতি ফিরিয়ে আনার নতুন কৌশল হিসেবে বাড়তি এই সেনাদের যতো দ্রুত সম্ভব মোতায়েন করা হবে৻
এ জন্যে খরচ হবে প্রায় তিন হাজার কোটি ডলার৻
প্রেসিডেন্ট ওবামা জানান যে তিনি আফগানিস্তান থেকে ২ হাজার ১১ সালের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শুরু করার পরিকল্পনা করছেন৻
প্রেসিডেন্ট ওবামার নতুন এই কৌশলের প্রতি সমর্থন জানিয়েছে আফগান সরকার৻ পররাষ্ট্রমন্ত্রী রানজিন দাদফার স্পানটা বলছেন, আন্তর্জাতিক সহায়তায় আফগান সশস্ত্র বাহিনী আঠারো মাসের মধ্যেই নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার কাজ শুরু করতে সক্ষম হবে৻
প্রেসিডেন্ট ওবামা নতুন এই কৌশলের জবাবে আফগানিস্তানে তালেবান বাহিনী বলছে যে তারা তাদের প্রতিরোধ আরো জোরালো করবে৻
এক বিবৃতিতে তালেবান দাবী করেছে, মার্কিন এই কৌশল কাজ করবে না এবং এর ফলে আরো ব্যাপক হারে বিদেশীদের সেনাদের হতাহত হওয়ার ঘটনা ঘটবে৻
আফগানিস্তানের রাস্তায় বিদেশী সৈন্য৻ আরো ৩০ হাজার মার্কিন সেনা শীঘ্রই
আফগানিস্তানে আরো তিরিশ হাজার মার্কিন সেনা পাঠানো হবে- এই ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ওবামা কয়েক মাসের জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন৻
মি. ওবামা বলেন, তালেবানের সাথে যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানে স্থিতি ফিরিয়ে আনার নতুন কৌশল হিসেবে বাড়তি এই সেনাদের যতো দ্রুত সম্ভব মোতায়েন করা হবে৻
এ জন্যে খরচ হবে প্রায় তিন হাজার কোটি ডলার৻
প্রেসিডেন্ট ওবামা জানান যে তিনি আফগানিস্তান থেকে ২ হাজার ১১ সালের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শুরু করার পরিকল্পনা করছেন৻
প্রেসিডেন্ট ওবামার নতুন এই কৌশলের প্রতি সমর্থন জানিয়েছে আফগান সরকার৻ পররাষ্ট্রমন্ত্রী রানজিন দাদফার স্পানটা বলছেন, আন্তর্জাতিক সহায়তায় আফগান সশস্ত্র বাহিনী আঠারো মাসের মধ্যেই নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার কাজ শুরু করতে সক্ষম হবে৻
প্রেসিডেন্ট ওবামা নতুন এই কৌশলের জবাবে আফগানিস্তানে তালেবান বাহিনী বলছে যে তারা তাদের প্রতিরোধ আরো জোরালো করবে৻
এক বিবৃতিতে তালেবান দাবী করেছে, মার্কিন এই কৌশল কাজ করবে না এবং এর ফলে আরো ব্যাপক হারে বিদেশীদের সেনাদের হতাহত হওয়ার ঘটনা ঘটবে৻
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




