বাংলাদেশ
১। পৃথিবীর সেরা ধনী দেশগুলার মধ্যে ৪৩তম ( আইএমএফের মতে) , ৪৮তম (বিশ্ব ব্যাংকের মতে ) ।
২। বিশ্বের সবচেয়ে লম্বা সি বিচ (১২৫কিমি)
৩। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বনের মালিক ( সুন্দরবন)
৪। ১১তম দীর্ঘ সেতুর মালিক ( যমুনা)
৫। জাতিসংঘে বিশ্বের এক নাম্বার আর্মি ম্যান পাওয়ার
৬। রপ্তানী পন্যে বিশ্বে ২৭তম
৭। গার্মেন্টস শিল্পে বিশ্বে অন্যতম সেরা
৮। শিপ ব্রেকিং শিল্পে এক নাম্বার
৯। প্রাইমারী শিক্ষার হার ৮০% ( গড় )
আরো কত কিছু আছে আমাদের। জনসংখ্যার আধিক্য রুপ নিতে পারে বিশ্বের সেরা ম্যানপাওয়ারে যদি আমরা নিতে পারি সঠিক সিদ্ধান্ত।
অনেক সমস্যা আছে আমাদের তারপরও আজ আমরা দাড়িয়ে আছি মাথা উচু করেই। দরকার শুধু কিছু সঠিক সিদ্ধান্তের। রাজনৈতিক কিছু ভুলের কারনে আজও পারছিনা দ্রুত গতিতে এগিয়ে যেতে তবু বিশ্বাস করি আমরা দাড়াবোই মাথা উচু করে।
শুভ জন্মদিন আমার দেশ , আমার প্রিয় বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




