
সামু পাড়ায় আজ খুশির জোয়ার বইছে,কেনই বা হবে না? দীর্ঘ আট মাস পর আমাদের আমাদের প্রিয় সামু বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে, এই আনন্দে সামিল না হয়ে পারা যায়?
সামুর পুনর্জন্মের দিন গতকাল ছিল আমার জন্মদিন, শুধু আমার নয় আমার ছেলেরও জন্মদিন ছিল গতকাল। গত দুই বছর ধরে ২৩শে অক্টোবরের এই বিশেষ দিনে আমি কিছু বিশেষ উপহার পেয়ে আসছি। ২০১৭ সালের ২৩শে অক্টোবর আমার ছেলে তওসিফের জন্ম হয়েছিল,সেটা ছিল আমার জীবনে পাওয়া অন্যতম সেরা উপহার। গতবছর ২৩শে অক্টোবর তারিখে চাকুরীতে বহুদিনের কাঙ্খিত পদন্নোতি পেয়েছিলাম, এবার ভেবেছিলাম এবারের জন্মদিনে আমার জন্য কোন বিশেষ উপহার নেই। কিন্তু হাসান মাহবুব ভাইয়ের পোস্টে যখন জানলাম সামু মুক্তি পেয়েছে তখনই আমার জন্মদিনের বিশেষ গিফট পাওয়া হয়ে গেল। সামু আমাদের বড্ড ভালবাসার জায়গা, একে বন্দী দেখতে সত্যি খুব কষ্ট লাগে। যুগ যুগ বেচে থাকুক আমাদের প্রিয় সামু ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



