সরকার সে যেই হোক, তাদেরকে যতই বলা হোক,
রাজধানী থেকে প্রাইভেট করা তুলে দেন,
ইন্ডাষ্টিগুলো রাজধানীর বাইরে নিয়ে যান,
মেইনরোড থেকে রিকসা তুলে দেন,
.........................
........................
সরকার কারো কোন কথাই শুনে না,
শুধু ফ্লাইওভার বানাও আর নতুন টাকা বানাও...
যে অবস্থা..
মিরপুর থেকে উত্তরা, গাজীপুর থেকে মতিঝিল অফিস করতে গেলে প্রায় সবাইকেই হেঁটে যেতে হবে হয়তো সেই দিন আসছে। ঢাকার জ্যাম যেরকম এখনও কাছাকাছি দুরত্বের অনেকে হেঁটে অফিস করেন এবং বাসের আগেই পৌঁছতে পারেন।
.................................
আসুন দলবদ্ধ হয়ে হাঁটি,
কষ্ট হলেও ..
স্বাস্থ্যটা ভাল থাকবে,...
এই সব নিস্ক্রিয় লোকগুলোকে ভোট দেয়ার পাপ যখন আমরা সবাই করেছি, আসুন সবাই মিলে প্রায়শ্চিত্য করি।
আমরা অপ্রয়োজনে বাসে চড়বো না।
নারী শিশু বৃদ্ধদের জন্য এবং রোগীবহনকারী এম্বুলেন্সকে বিরতিহীনভাবে চলার সুযোগ করে দিতে আসুন আমরা ঢাকার স্থানীয় বাসিন্দারা গাড়ীর ব্যবহার বাদ দিয়ে দিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





