১.
সদরউদ্দিনের ছেলে ও মেয়ে মিরকু ও মরকু সকাল থেকেই বমি করা শুরু করেছে।কেননা তাদের পাশের বাসা থেকে কিসের যেন দূর্গন্ধ আসছে।সদরুদ্দিন খারাপ লোক।তার স্ত্রী আতিয়া বেগম খারাপ মহিলা।তাই তাদের বমি আসছে না।খারাপ দূর্গন্ধে অভ্যাস আছে তাদের।কিন্তু মিরকু ও মরকু খারাপ নায়।তারা তাদের বাবা মার নিষ্ঠুরতার শিকার।
২.
পাশের বাসার লোক মানেই প্রতিবেশী বা শত্রু।তাদের দেখলেই মেজাজ খারাপ হবারই কথা।হলই।বিলসুম আর কুলসুম পড়তে বসেছিল।গ্রিলের দরজার অন্যপাশে প্রতিবেশী আতিয়া বেগমকে দেখে তাদের রাগ লাগল।আতিয়া বেগম ঝগড়া করতে এসেছিল।তাই এসেই সরাসরি বিলসুম ও কুলসুমের ঝগরাইটা চাচীকে খুঁজল।খুঁজেও পেল এবং প্রাণের সুখে বকল।বলল-'পাইদ্যা গন্ধ বানাইসেন?'বিলসুমের চাচি কান্না কান্না হয়ে বিলসুমের মাকে ডাকল।বিলসুমের ভীতু মা আসলো না।ফলশ্রুতিতে নিরুপায় হয়ে চাচি একাই মারমুখি ঝগড়া করলেন।
শেষমেশ লুঙগিতে শক্ত গিট দিয়ে সদরুদ্দিন আসল।অবশেষে গন্ধের উৎস পাওয়া গেল।হ্যাঁ,সদরুদ্দিনের বগল!সেখান থেকেই গন্ধ এসেছে।
রাগী বিলসুম ও কুলসুম সদরুদ্দিনকে এরোসল স্প্রে করে দিল।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




