১.ক্ষনস্থায়ী প্রেম
খয়বর খুম্বিয়াদের বাড়িতে ডালপুরি নিয়ে গিয়েছিলো।ফলে পরদিন খুম্বিয়া খয়বরের প্রেমে পড়ল।শুরু হল খয়বর ও খুম্বিয়ার ক্ষনস্থায়ী প্রেম।
খয়বর বলল-তাইলে তুমি আমার প্রেমিকা হইতে চাও?
খুম্বিয়া বলে- জ্বি। :!>
খয়বর বলল-তাইলে বেশী কইরা প্রেম করন লাগব।
খুম্বিয়া বলে-ক্যান?খালি তো ডালপুরি খাওয়াইছেন !
তাই শেষ হল খ্য়বর ও খুম্বিয়ার ক্ষনস্থায়ী প্রেম।
২.অনন্ত প্রেম
রাস্তার পাড়ে দাড়িয়ে পেশাব করতে করতে মৌসুমির জন্য অপেক্ষা করছিল মনির।তাদের প্রেম চলছে।কখনো পয্ হয়,তারপর আবার গড়িয়ে গড়িয়ে চলে।একসময় দুজনের ভিন্ন দুই মানুষের সাথে বিয়ে হয়।ফলে তাদের পরকীয়া হয় অনন্ত প্রেম
ডিম্বু সম্পকে কুৎসা রটায় মৌসুমি।ফলে মৌসুমি খুন হয় ডিম্বুর অবৈধ সন্তান সামুর কামড়ে।চলে মনির ও ডিম্বুর অনন্ত প্রেম।
***
এই গল্প অনেক আগের লেখা।সামহোয়্যার ইন এর ডাকনাম যে 'সামু' সেটা তখন আমি জানতাম না।কোন কারন ছাড়াই এখানে বানর শিশুর নাম সামু দিয়েছিলাম।দুটি ব্যাপার সম্পর্কহীন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




