-কিসের না কার্টুন আঁকা হইছে বল?বাপের কার্টুন আঁকা হইছে মায়ের কার্টুন আঁকা হইছে প্রেমের কার্টুন আঁকা হইছে খিদার কার্টুন আঁকা হইছে।
বোরকা পড়া মাইয়ার কার্টুন আঁকা হইছে দাড়িওলা ব্যাটার কার্টুন আঁকা হইছে।তেলের কার্টুন আঁকা হইছে পানির কার্টুন আঁকা হইছে রক্তের কার্টুন আঁকা হইছে।যুদ্ধ বন্ধের কার্টুন আঁকা হইছে।সব কিছুরে সবাই মিল্যা পচায়া ধসায়া দিছে।কুকাকুলা,পিজাহাট,বেনসন,প্রধানমন্ত্রী,সুপারস্টার,সুপারম্যান,বিজ্ঞানি,বাজার,মাজার বাদ পড়ে নাই কিছু।
ন্যাংটা বাচ্চাগো কার্টুনও আঁকা হইছে।আকা হইছে যে অরা ময়লা ঘাইট্টা খাইতেসে।
-সবাই পেন্সিল পাইছিল?
-ইয়েপ!পেন্সিল সবাই পাইছে।এক্কেবারে পৃথিবীর প্রত্যেকটা মানুষই।কিন্তু আঁকতে পারে নাই সবাই।
-ক্যান?যারা আঁকে নাই তাগো কি কারো উপরে অভিযোগ নাই নাকি?কেউরে কটাক্ষ করব না?
-আরে ধুর!এরা মাথা দিয়া কার্টুন সাজাইতে পারে নাই।যারে দেখতে পারে না তার পাছায় পেন্সিল দিয়া গুঁতা দিছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




