একটা মিথ চালু আছে যে মানুষ তার মস্তিষ্কের ১ ভাগ ব্যবহার করতে সমর্থ। কোথাও কোথাও সেটা ১০ ভাগ। বেশিরভাগ স্থানে, ১০ ভাগ উল্লেখ করা আছে। যাই হোক, এটা নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই। এটা যে শুধুমাত্র একটা মিথ এতে কোন সন্দেহ আমার অন্তত নেই। সেই মিথের উপর বেজ করেই বলছি,
ধরুন আপনি ব্রেইন এর ১০ ভাগ ব্যবহার করতে সমর্থ। এখন মানব ইতিহাস ঘেটে দেখুন, কোথায় আমরা ছিলাম আর এখন কোথায় আছি। অথবা এখনো অনেক কিছুই ভাবতে অসমর্থ অথত অন্যদিকে কেও না কেও তা করে বসে আছে। পুরো মস্তিষ্কের নিয়ন্ত্রণ যদি আমরা পেতাম তবে কি হতে পারে ভেবে দেখছেন? জ্ঞানের সীমা বলে কিছু থাকবে না, না থাকবে দুনিয়াতেই কোন কিছুর সীমা, আপনার কাছে। ভেবে দেখুন, আপনিই হতে পারেন সবার থেকে আলাদা, সর্বোত্তম মানুষ। সৃষ্টির সেরা জীবদের মধ্যে সেরা, অসম্ভব কে হাতের ময়লা করে নিয়ে আপনিই হতে পারেন সর্বেসর্বা। ভাবতেই কেমন রোমাঞ্চকর অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে, তাই না ?
হুম, সম্ভব হলে কত ভালোই না হত। এক লাফে অনেক দূরে এগিয়ে নেওয়া যেত দুনিয়াটা। আচ্ছা, এগিয়ে নেওয়া যেত বলেছি মনে হয়? কি এগিয়ে নেওয়া যেত ? মূলত কি এগোয় আর কি পেছোয় ? সভ্যতা ? নাকি সময় ?
ধরুন, মনোরম পরিবেশে সবুজ মাঠে বসে একটা গাড়ি দেখছেন সামনের রাস্তা দিয়ে খুব জোরে চালিয়ে গেলো। পরের টা আরো জোরে, পরের টা তার চেয়েও জোরে। এভাবে যত দ্রুত গাড়ি পার হচ্ছে, সেই গাড়ির প্রতিকৃতি ও ঠিক পাল্লা দিয়ে ঝাপসা থেকে আরো ঝাপসা হচ্ছে, তাই না ?
এমনটাই হওয়ার কথা। ঝাপসা হতে হতে যদি অদৃশ্য হয়ে যায়? তবে ? কোথায় যেতে পারে গাড়িটা?
অদৃশ্য হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু গাড়িটি কোথায় যলে যাবে? একদম হাওয়ায় মিলিয়ে নিশ্চয় যেতে পারে না। তার অস্তিত্ব নিশ্চয় একদম এভাবেই বিলীন হয়ে যেতে পারে না ?
হুম, ভাবার বিষয়। আচ্ছা, আমি তো আর উত্তর জানিনা। প্রশ্ন গুলো জানি। দেখুন ভেবে কার মাথায় কি উত্তর আসে। আমার মাথায় আপাতত কোন উত্তর আসেনি, কিছুদিন ঘাটাঘাটি করে দেখা যাক কোন যথাযথ সমাধানে পৌছতে পারি কি না, অথবা নিউরণে শর্ট সার্কিট হয়ে নিজেই উধাও হয়ে যাই কি না।
যাওয়ার আগে এসব প্রশ্নের আগমণ কিরুপে হল তা নিশ্চয় জানিয়ে যেতে পারি?
![]()
হুম, LUCY মুভিটি দেখে। আপনারাও দেখতে পারেন, কার মনে কি প্রশ্ন জাগে তা জানতে আমিও আগ্রহী। দেখা যেতে পারে আমার মনে যেটা প্রশ্ন, কারো মনে সেটার উত্তরটাই প্রশ্ন হিসেবে আগমণ ঘটবে। এক্ষেত্রে আমরা একে অপরের সহযোগী তো হতেই পারে, জ্ঞান বিনিময়ে বাড়ে, জানা তো আছে নিশ্চয়।
মুভিটির আইএমডিবি লিঙ্ক
মুভিটির টরেন্ট ডাউনলোড লিঙ্ক ৭২০পি
মুভিটির আইডিএম ডাউনলোড লিঙ্ক
জানিনা কার কেমন লাগবে তবে আমার খারাপ লাগেনি খুব একটা, কন্সেপ্ট টা বিশেষ করে বেশ ভালো ছিল। তবে মুভিটার এক্সিকিউশনে ঘাটতি ছিল। এটা মিনিমাম তিনটা পার্ট এ করা দরকার ছিল। কন্সেপ্ট টা এত কম সময়ে ঠিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা বৃথাই গিয়েছে বলে আমি মনে করি। সব মিলিয়ে রেটিং ৬/৭ দেওয়া যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


