স্বাধীন বাংলা বেতার কেন্দ্রঃ প্রজন্ম ২০১৩ , যাত্রা শুরু হলঃ
আজ জাগরণের নতুন জোয়ার এসেছে। জাগরণের এই গণ মঞ্চকে ইতিহাসে রূপ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে বিজয়ের মিছিল। এই ইতিহাসের সূচনালগ্নে ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের উদ্যোগ - স্বাধীন বাংলা বেতার কেন্দ্রঃ প্রজন্ম ২০১৩
ফেসবুক আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আর শাহবাগ হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্র।প্রতিটি তরুণকন্ঠের যুদ্ধহুঙ্কার, জাগরণের নবদিবসের স্মৃতিগুলো সংরক্ষণে আপনিও ভূমিকা রাখতে পারেন। আপনার পছন্দের নিজের অথবা অন্য কারো কোন পোস্ট, নোট, স্ট্যাটাস অথবা অনুরূপ কিছু শেয়ার করতে পারেন আমাদের সাথে, আমরা সংরক্ষণ করে রেখে দেব।
আবেগটা হয়ত একটু বেশিই। কিন্তু আমরা আবেগে ভেসে যাইনি। আমরা গঠনমূলক আন্দোলন করছি এবং এ আন্দোলনকে ইতিহাসে রূপান্তরিত করতে চাই আমরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রঃ প্রজন্ম ২০১৩ থেকে, নিতান্তই সাধারণ, কিন্তু জাগরণের নব উদ্দীপনায় উদ্দীপ্ত কিছু তরুণ।
চলে যান আমাদের ফেসবুক পেজ এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রঃ প্রজন্ম ২০১৩ এর অংশেঃ
Click This Link
কিছু অসাধারণ বানীঃ
সুদীপ্ত সালাম এর মাত্র দুই শব্দের অসাধারণ একটি স্ট্যাটাস দিয়ে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রঃ প্রজন্ম ২০১৩ , যাত্রা শুরু হল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রঃ প্রজন্ম ২০১৩ , যাত্রা শুরু হল। (পেজ এর ফটোস অপশন এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রঃ প্রজন্ম ২০১৩ নামের এ্যালবামটিতে যুক্ত থাকুন)
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



