আজ রাইতে স্প্যানিশ লা লিগার শেষ রাউন্ডের খেলা। ৩৭খেলা শেষে ৩০জয় আর ৬ড্র নিয়া বার্সেলোনার পয়েন্ট হইল ৯৬। আর ৩১জয় ২ড্র নিয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট হইল গিয়া ৯৫। বুঝতেই পারতেছেন একদম হাড্ডাহাড্ডি ফাইট।
আজ রাত ১১:০০টার সময় দুই দল তাদের শেষ খেলা খেলতে নামবে। বার্সা খেলবো ভ্যালাদোলিদের সাথে আর রিয়াল খেলবো মালাগার সাথে। এই ভ্যালাদোলিদ মালাগা আছে আবার আরেক চিপাতে, এরা হইল গিয়া রেলিগেশন ফাইটার। এগো জান বাঁচানো ফরয কাম। ভ্যালদোলিদ, মালাগা, রেসিং সান্তানদার আর টেনেরিফ - এই ৪ দলের পয়েন্ট সমান - ৩৬ আর এগো ভিতর থেইক্যা ২দল নাইমা যাইব ২য় বিভাগে। তাইলেই বুঝেন, এরাও আছে আরেক দৌড়ের উপ্রে। বাই চান্স যদি বার্সা গুঁতা খাইয়া বসে তাইলে তো রিয়ালের পোয়াবারো। তয় তারাও গুঁতা খাইতে পারে। কারও মুক্তি নাই টেনশন থিকা।
আইজ রাইতে যদি কারেন্ট বাবাজি পারমিশন দেয় তাইলে বসুম খেলা দেখতে। আমাগো ডিশওয়ালা সুপার স্পোর্টে যে কার খেলা দেখাইবো কে জানে? যারই দেখাক আমি মেসি রোনালডো দুই বন্ধুরেই ভালা পাই। একজনের খেলা দেখতে পাইলেই খুশী! টুয়েন্টি টুয়েন্টি দেখার জোশ নাই, আমাগো ঘরের বা প্রতিবেশীর কোনো দলই নাই কি আর দেখুম। এই ফুটবল দেইখাই একটু মজা করুম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




