যঞ্চিক্তের স্রোতের বিরুদ্ধে করা পোষ্ট মুছে দেয়ার প্রতিবাদে যারা নতুন সাইট ওপেন করলো মুক্তচিন্তা জন্য, তাদের সাইটেই সবার গলা চেপে ধরা হয় বেশী। নিজেদের চিন্তার বিপরীত কোন চিন্তা সেখানে স্থান পায় না।
যাই হোক, তাতে ছাগলদের কিছু আসে যায় না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। তাদের সাইট ওপেন করার সময় তার বলেছিলো ছাগলদের মারবে না। এখানে লাদালাদি বেড়ে গেছে। এখানে তারা আর আসবেন না। তারপর এখন এখানেই বসে বসে ছাগলের পাছায় লাথি মারছেন!
এই মানুষরা নাকি পশুপ্রীতির ধারক বাহক!
ছাগলদের এরা বদলে দিচ্ছে! তাই প্রতিবাদ না করে পারছি না। তাদের জন্য করুনা! গেট ওয়েল সুন!!
বিনীত
আপনাদের পেয়ারের রামছাগল
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৭ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




