
খনিজ সম্পদের দেশ লিবিয়ার পপুলার একটি শহরের নাম বেনগাজি। একটি দেশের জনগণের কাছে ও দেশের সরকারের কাছে কি পরিমাণ টাকা থাকতে পারে তাঁর জ্বলন্ত উদাহরণ ছিলো লিবিয়া। ছিলো; - অর্থাৎ এখন আর নেই! যাদের বাসা বাড়ির গ্যারেজে তিন চারটি করে আধুনিক মার্সিডিজ, ফোর্ড, ভলভো সেডান এসইউভি পারে থাকতে দেখা যেতো, আজ তাঁরা ভর দুপুরে ঝলসানো রোদে এক প্যাকেট রুটি, এক প্যাকেট আটার জন্য ভিক্ষুকের মতো রিলিফের ট্রাকের জন্য অপেক্ষা করেন - আরব বসন্তের স্বাধীনতা বলে কথা! আজ আমার লিখার বিষয়বস্তু বেনগাজি শহর নয়। কোনো একদিন সময় ও সুযোগ করে হয়তো লিখবো বেনগাজি শহরের কথা। আজ লিখছি ব্লগের গাজী সাহেবকে নিয়ে যিনি নিয়মিত ব্যান হতে থাকেন। যারপরনাই, পোস্টের শিরোনাম ব্যানগাজী।
গাজী সাহেবের ব্যানের কারণ হয়তো তিনি নিজেও জানেন না। আর তাই, তিনি একই কাজ বারংবার করে যাচ্ছেন। গাজী সাহেবের এহেন অবস্থার জন্য খুব সম্ভব ব্লগের এডমিন চুরান্ত বিরক্ত! তাই গাজী সাহেবের ব্যানের অন্যতম দুইটি কারণ উল্লেখ করছি: -
১। গাজী সাহেবকে সেই সকল পোস্টে মন্তব্য করতে দেখা যায় - যেই সকল পোস্ট কোনো গুরুত্ব বহন করে না। তিনি সেই সকল পোস্টে কম করে হলেও পাঁচ দশটি মন্তব্য করেন এবং চুরান্ত অপমানিত হোন।
ফলাফল = ব্যান।
২। গাজী সাহেবকে অপ্রয়োজনীয় কারণে ব্লগারদের নাম নিতে দেখা যায়, যাদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি এই সকল ব্লগারদের নাম না লিখলে, হয়তো ব্লগে এই ব্লগারদের কেউ চিনতো ও না। তিনি তাদের সাথে চুরান্ত প্রকার কথা কাটাকাটি করে চুরান্ত অপমানিত হোন। এবং এই অপমান তার প্রাপ্য বলেই মনে করি।
ফলাফল = ব্যান।
সমাধান:
১। গাজী সাহেব অন্যে ব্লগার’দের পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
২। চিহ্নিত মাত্র চার থেকে পাঁচ জন ব্লগারের সাথে কোনো প্রকার মন্তব্য প্রতিমন্তব্য ও কথা চালাচালি করা থেকে তিনি বিরত থাকবেন। এবং তাদের নাম করে কোথাও কিছু লিখবেন না।
মাত্র এই দুইটি শর্ত যদি তিনি মেনে নিতে পারেন তাহলে স্বয়ং শনি দেবতা যদি মর্ত্যলোকে আগমন করেন, আমি বিশ্বাস করি গাজী সাহেব আর ব্যান হবেন না। তারপরও কথা থেকে যায়, তিনি আমার কথা মেনে নিবেন এমন সম্ভাবনা .০% আর তাই ব্যানগাজী শিরোনাম যথার্থ।
বিশেষ দ্রষ্টব্য: যারা গাজী সাহেবের সাথে নিয়মিত ঝগড়া বিবাদ করে থাকেন, তারা সঠিক আছেন। এটি পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার সমাজের চিত্র।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



