অনন্ত ঐ আকাশের বুকে আমি আজ দিলাম লিখে
আমার ভালবাসার সাতকাহন,
বন্ধু প্রিয় তুমি বুঝে নিও এ হৃদয়ের না বলা কথন
আমার ভালবাসার সাতকাহন।
চাঁদের পালকী ছুঁয়ে দোলে
তোমার আমার প্রেম
ঐ চাঁদের পালকী ছুঁয়ে দোলে
তোমার আমার প্রেম
তারায় তারায় প্রিয় ইচ্ছেগুলো
আজকে ছড়িয়ে দিলেম।
বন্ধু প্রিয় তুমি পড়ে নিও এ হৃদয়ের স্বপ্ন লিখন
আমার ভালবাসার সাতকাহন।
ঝরছে দেখ জোছনারই ফুল
আঁধার ভেঙ্গে আজ,
ঐ ঝরছে দেখ জোছনারই ফুল
আঁধার ভেঙ্গে আজ,
বিলিয়ে দিয়ে ছেঁড়া স্বপ্নগুলো
হতে চাই স্বপ্নবাজ।
বন্ধু প্রিয় তুমি পড়ে নিও এ হৃদয়ের স্বপ্ন লিখন
আমার ভালবাসার সাতকাহন।
অনন্ত ঐ আকাশের বুকে আমি আজ দিলাম লিখে
আমার ভালবাসার সাতকাহন,
বন্ধু প্রিয় তুমি বুঝে নিও এ হৃদয়ের না বলা কথন
আমার ভালবাসার সাতকাহন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




