বিজয় দিবস উপলক্ষে কিছু চিরচেনা দেশাত্মবোধক গান আজ শেয়ার করলাম |

শিল্পীঃ আসিফ আকবর
আমি দেখিনি বায়ান্নর ভাষা যুদ্ধ
শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস,
আমি দেখিনি একাত্তরের যুদ্ধ
দেখিনি মুক্তির জয় উল্লাস।
আমি শুনেছি রবী-নজরুলের গান
শুনে জাগ্রত হয় বিদ্রুহী প্রান।
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
চেতনা উঁকি দেয় শহিদের স্বপ্ন
সুখ শান্তি ধারায়,
যেতে হবে বহুদূর চলো যাই এগিয়ে
নব-সম্ভাবনায় ।
তুমি দুঃখ করোনা, ও বাংলা মা,
শত্রু তোমার বুকে ঠাই পাবে না,
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
অন্ন-বস্ত্র, শিক্ষা-চিকিৎসা,
এ আমার অধিকার,
শান্তির জয় হোক, দুর্নীতি দূর হোক,
এখনই সময় তার,
তুমি ভাবনা করো না,ও বাংলা মা,
বীর বাঙালী পরাজিত হবে না।
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
শিল্পীঃ এন্ড্রু কিশোর
পদ্ম পাতার পানি নয়
দিন যাপনের গ্লানি নয়
জীবনটাকে বুঝতে হলে
জীবন ভালবাসতে হয়।
শ্রমিক যেমন সবল হাতে
গড়ছে এ দেশ দিনে রাতে
ভিজে পুড়ে যেমন চাষী
মাঠের বুকে ফোঁটায় হাসি।
তেমনি হাজার কাজে মিশে
সুখের হাসি হাসতে হয়।।
দেশের মাটি খাঁটি জেনে
দেশের মানুষ আপন মেনে
বন্ধ মনের দোয়ার খুলে
সকল বাধা বিভেদ ভুলে।
মিলন মেলা সবাই মিলে
সবার কাছে আসতে হয়।।
শিল্পীঃ আসিফ আকবর ও সহ শিল্পী বৃন্দ
উৎপেতে থাকা শেয়াল শকুন
উৎপেতে থাকা হায়না
ধবংসের খেলা খেলে চলে যায় যারা
মানুষের ভালো চায়না
তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
দোয়েলের গান ফসলের ঘ্রান রূপালী জোছনা রাত
এলোমেলো করে দিতে চায় যদি আশুভ কালো হাত ।।
বায়ান্ন আর একাত্তরের চেতনায় আছি মাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবোই সন্ত্রাস
এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস ।।
এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
উৎপেতে থাকা শেয়াল শকুন
উৎপেতে থাকা হায়না
ধবংসের খেলা খেলে চলে যায় যারা
মানুষের ভালো চায়না
তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




