
বাংলাদেশ বুদ্ধিজীবির দেশ , এই দেশে সবাই বুদ্ধিজীবি, দেশে বেশি বুদ্ধিজীবি তাই মাঝে মধ্যে কে যে বুদ্ধিজীবি চিনাই যায় না। আবার আমাদের দেশের বুদ্ধিজীবিরা বিশেষ বিশেষ সময় বিশেষ দলের হযে ওকালতি করতে তাদের চেহারা দেখাতে মিডিয়ার সামনে আসেন সাথে ব্যানার ও থাকে , বিশিষ্ট বুদ্ধিজীবি সমাবেশ।
তবে বিগত কয়েক মাস ধরে বুদ্ধিজীবিদের তেমন দেখা যাচ্ছে না ।
দেশে যে বুদ্ধিজীবির সংখ্যা বাড়ছে সেটা বুঝতে হলে , আপনাকে কষ্ট করে মীরপুর বুদ্ধিজীবি কবরস্থান দেখে আসতে হবে । সেখানে দেখতে পাবেন কবরস্থনের পাশে পুকুরের জায়গা মাটি ভরাট করে জায়গা বাড়ানো হচ্ছে । এত সহজে আপনি বুঝতে পারবেন দেশে বুদ্ধিজীবির সংখ্যা আগের থেকে অনেক বাড়ছে ।
বাড়বো নাইবা কেন এই দেশে সবাই নিজেরে বুদ্ধিজীবি ভাবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




