somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ঝাঁক কৌতুক!!!B-)(হাসেন কিন্তু দম ফাটায়েন না:P)

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ঝাঁক কৌতুক ধরে নিয়ে আসলাম আপনাদের জন্যB-).........মোটামুটি ১২+.........হালকা পাতলা ১৮+ ও আছে;)
*Technology" এর Group-Chatting এর একাংশ :


Wikipedia : আমি সব জানি!
Google : তোর সবকিছুর Link আমার কাছে আছে!
Internet : আমি ছাড়া তোদের দাম নাই!
WikiLeaks: মু হু হা হা ...! আমি সব ফাঁস কইরা দিমু !! ক্ষ্যামতা থাকলে ঠেকা !!!
... Computer : আমি ছাড়া তোরা সব অচল!
Electricity : তোরা সব আমার Power-এর ক্ষমতা দেহাইতেছোস্ !!
Sheikh Hasina: আমি Electricity দিলেই না তোরা power দেখাইবি.....
*এক মধ্যবয়সী লোক এক ছেলেকে ধূমপান করতে দেখে বললঃ এই ছেলে সিগারেট খাওয়া ঠিক না , এটা সাস্থের জন্য খুব খারাপ!!!
ছেলেঃ আমার দাদা ১০০ বছর বেচেছিলেন!!
লোকঃ তিনি কি ধূমপান করতেন?

ছেলেঃ তিনি নিজের চরকায় তেল দিতেন
*)প্রেমিক- প্রেমিকা সি.এন.জি এর পিছনে 'প্রেম' করছিলো... তো সি.এন.জি ওয়ালা পিছে তাকিয়ে দেখছিল...তো হঠাৎ সি.এন.জি গিয়ে এক ল্যাম্পপোস্ট এর সাথে ধাক্কা খেল...
সি.এন.জি ওয়ালা বলল ...

"শালা...এখন বুঝলাম... টাইটানিক কেন ডুবেছিল...
*ক মধ্যবয়সী লোক এক ছেলেকে ধূমপান করতে দেখে বললঃ এই ছেলে সিগারেট খাওয়া ঠিক না , এটা সাস্থের জন্য খুব খারাপ!!!
ছেলেঃ আমার দাদা ১০০ বছর বেচেছিলেন!!
লোকঃ তিনি কি ধূমপান করতেন?

ছেলেঃ তিনি নিজের চরকায় তেল দিতেন
*প্রেমিক:কেউ প্রেম করে,কেউ প্রেমে পড়ে,আমার হয়েছে কোনটা,জানেনা এই মনটা।

লুচ্চা:প্রেম কি বুঝিনি,কখনো খুঁজিনি,পেঁচার মত মুখ হলেও বেডে নেয়া ছাড়িনি।

বিরোধীনেতা:আগে তো হয়নি এমন,পাছায় ব্যাথা কেমন কেমন,ইচ্ছেরা উড়াল মারে,হরতাল বারেবারে।

সরকারনেতা : ও বন্ধু লাল গোলাপি কয় রইলা রে,এসো এসো টাকা মারি মিলে মিশে।

একজন আবুল হোসেন : আমি পথকে করেছি সাথী , টাকা মারতেই যত আনন্দ যদি খাবে কিছু এসো আমার পিছু ,দুজনাই খাই পদ্মাসেতু।
*একবার সরকার ঘোষনা দিল সেনাবাহিনী , RAB এবং পুলিশের মধ্যে কে সবচেয়ে দক্ষ তা তিনি পরীক্ষা করবেন।
এজন্য তিনি একটি খরগোশ বনে ছেড়ে দিয়ে বললেন যে এই খরগোশটি ধরে আনতে পারবে বুঝবো সে বাহিনী সবচেয়ে দক্ষ।
তারপর সেনাবাহিনী সারদেশের বন উজাড় করে দুই সপ্তাহ পর বলল
-কোথায়ও খরগোশ নেই।

RAB দুই মাস গভীর তদন্ত করে বলল
-খরগোশটি ভারতে চলে গেছে

পুলিশ দুই ঘন্টা পর একটি ভাল্লুক-কে ধরে আনল, যেটাকে দেখে মনে হচ্ছে খুব মার খেয়েছে
এবং সেটা চিৎকার করে বলছে----
"ঠিক আছে আমি খরগোশ, ঠিকা আছে আমিই খরগোশ !"
*চান্দু গেলো "কে হতে চায় কোটিপতি" অনুষ্ঠানে!!

১০০০ টাকার জন্য চান্দুকে প্রশ্ন করা হলঃ আপনার বাবার নাম কি??

অপশনগুলো হচ্ছে,

A. Amir Khan.
B. Shah Rukh Khan.
C. মখলেস মিয়াঁ
D. Sachin Tendulkar.

চান্দু অনেকক্ষণ ভাবার পর বললঃ আমি লাইফ লাইন নিতে চাই। ৫০-৫০।

দুটো অপশন মুছে গেলো, রইলঃ

C. মখলেস মিয়াঁ
D. Sachin Tendulkar.

চান্দু তবুও নিশ্চিত নয়। বলল, আমি দর্শকদের সাহায্য নিতে চাই।

দর্শক ভোটিং এর রেসাল্টঃ

C. মখলেস মিয়াঁ (৮০%)
D. Sachin Tendulkar. (২০%)

চান্দু এবারো নিশ্চিত নয়। বলল, আমি আমার শেষ অপশন ফোন ফ্রেন্ড ব্যাবহার করতে চাই।

উপস্থাপকঃ আপনি কাকে ফোন করতে চান?

চান্দুঃ আমার বাবা, জনাব মখলেস মিয়াঁকে।
*সংসদের গেটের সামনে ভাঙাচোরা একটা সাইকেলে তালা মেরে রেখে যাচ্ছিল এক লোক। তা দেখে হা হা করে ছুটে আসে দারোয়ান। চিৎকার করে বলে, ‘ওই ব্যাটা, এখানে সাইকেল রাখছিস কী বুঝে? জানিস না, এ পথ দিয়ে মন্ত্রী-মিনিস্টাররা যান।’
লোকটা একগাল হেসে জবাব দেয়, ‘কোনো সমস্যা নাই ভাইজান, সাইকেলে তালা মাইরা দিছি।
*ছেলে পরীক্ষায় ফেল করেছে দেখে তার বাবা তাকে বকছে।

বাবাঃ হারামজাদা, পরীক্ষায় শেষ পর্যন্ত ফেল করলি !!
পাশের বাসার নূপুরকে দেখ। ও সব বিষয়ে পাশ করেছে...

ছেলেঃ বাবা, সারা বছর তো ওকে দেখেই সময় কাটায়ছি...!
*শিক্ষকঃ কে "I Love You" আবিষ্কার করছে?
ছাত্রঃ চীন।
শিক্ষকঃ (অবাক হয়ে) কিভাবে?
ছাত্রঃ এইটার কোনো Guarantee নাই, Quality ও নাই। টিকলে সারাজীবন...না টিকলে ২ দিনও যায় না !!!!!!!
*দুই বন্ধুর গল্প হচ্ছে।
- জানিস, আমার মেয়েটা না বড় হয়ে গেছে। সেদিন দেখি আয়নার সামনে দাড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে।
- হুম, আমার ছেলেটাও বড় হয়ে গেছে। সেদিন দেখি আয়নার সামনে দাড়িয়ে লিপস্টিক মুছছে।
*চান্দু একবার এক নদীর পাশে একা বসে ছিল।। হটাৎ এক ইচ্ছে পূরণ করার দৈত্য আসলো।। বলল "বল, তুই কি চাস?? আমি তোর ইচ্ছে পূরণ করে দিব!!"

চান্দু খুশি হয়ে বললঃ "আমি ঐশ্বরিয়া রায়কে চাই!!" :D :D

দৈত্যঃ "কিন্তু, ঐশ্বরিয়ার একেকটা শাড়ির দামই লাখ টাকার উপরে!! খরচ চালাতে পারবি??"

চান্দু হতাশ হয়ে বলল, "তাহলে, আর কোনো উপায় নেই??" :( :(
s
দৈত্যঃ "আছে, মল্লিকা সেরাওয়াত!! কাপড় চোপড়ের কোন খরচই নাই!!"
*যোগাযোগ মন্ত্রীর গাড়ির সামনে পড়ে একটা বাচ্চা গাধা মারা গেছে।
মন্ত্রী সাহেব গাড়ির ড্রাইভার কে বললেন গাধার মালিককে খুঁজে বের করতে।
কিন্তু ড্রাইভার যখন ফিরে আসলো তখন দেখা গেলো তার গলায় একগাদা ফুলের মালা।
মন্ত্রী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার?
ড্রাইভার বলল, “মানুষজন আমার কথা ভুল বুঝতেছে... আমি বললাম, ‘আমি যোগাযোগ মন্ত্রীর ড্রাইভার। গাধারবাচ্চা মারা গেছে"

সবাই এটা শুনে আনন্দ উল্লাস করতে করতে আমার গলায় ফুলের মালা পড়িয়ে দিলো ...
*এক ১৩ বছরের বাচ্চা রাস্তা দিয়ে কুকুর নিয়ে যাচ্ছিল।
এক পুলিশ হাসতে হাসতে বলেঃ "কিরে তোর ভাইরে নিয়া কই যাস??"








►►বাচ্চাঃ পুলিশে ভর্তি করাইতে নিয়া যাইতেছি!!
*মনমোহন সিং গেছেন আমেরিকার সমুদ্র সৈকতে রৌদ্র স্নান করতে।
একজন এসে জিজ্ঞাসা করল, are you relaxing?
উনি উত্তর দিলেন, no. i am Manmohan Singh!!
এভাবে বেশ কয়েকজন উনাকে একই প্রশ্ন জিজ্ঞেস করল!
উনি বিরক্ত হয়ে উঠে চলে যাবেন ঠিক তখনই কিছুটা দূরে দেখলেন বারাক ওবামা কে!
উনি যেয়ে ওবামা কে জিজ্ঞেস করলেন, are you relaxing?
ওবামা জবাব দিলেন, yes i am.
সাথে সাথে মনমোহন, ওবামা'র গালে কইশ্যা কয়েকটা থাপ্পর মাইরা কইলেন:
"আরে বেটা!! তোরে ঐদিকে সবাই খুইজা মরতাছে!! আর তুই কিনা এইখানে বইসা কেলাইতাছোস্ ?!?
.............................................


##হে হে!আপ্নারা ও কেলাইতেছেন?:P:P
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিসিএস-পরীক্ষার হলে দেরিঃ পক্ষ বনাম বিপক্ষ

লিখেছেন BM Khalid Hasan, ২৬ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



বর্তমানের হট টপিক হলো, “১ মিনিট দেরি করে বিসিএস পরীক্ষার হলে ঢুকতে না পেরে পরীক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ।” প্রচন্ড কান্নারত অবস্থায় তাদের ছবি ও ভিডিও দেখা যাচ্ছে। কারণ সারাজীবন ধরে... ...বাকিটুকু পড়ুন

আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১:২৮




আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না। আমাদের দেশে মানুষ জন্ম নেয়ার সাথেই একটি গাছ লাগানো উচিৎ । আর... ...বাকিটুকু পড়ুন

মানবতার কাজে বিশ্বাসে বড় ধাক্কা মিল্টন সমাদ্দার

লিখেছেন আরেফিন৩৩৬, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ২:১৭


মানুষ মানুষের জন্যে, যুগে যুগে মানুষ মাজুর হয়েছে, মানুষই পাশে দাঁড়িয়েছে। অনেকে কাজের ব্যস্ততায় এবং নিজের সময়ের সীমাবদ্ধতায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। তখন তারা সাহায্যের হাত বাড়ান আর্থিক ভাবে।... ...বাকিটুকু পড়ুন

জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা-২০২৪

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৭



ছবি সৌজন্য-https://www.tbsnews.net/bangla




ছবি- মঞ্চে তখন গান চলছে, মধু হই হই আরে বিষ খাওয়াইলা.......... চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান।

প্রতি বছরের মত এবার অনুষ্ঠিত হল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা-২০২৪। গত ২৪/০৪/২৪... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার ডেথঃ হ্যারল্ড শিপম্যান

লিখেছেন অপু তানভীর, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৪



উপরওয়ালার পরে আমরা আমাদের জীবনের ডাক্তারদের উপর ভরশা করি । যারা অবিশ্বাসী তারা তো এক নম্বরেই ডাক্তারের ভরশা করে । এটা ছাড়া অবশ্য আমাদের আর কোন উপায়ই থাকে না... ...বাকিটুকু পড়ুন

×