
বাংলার প্রতিটি গ্রামেই প্রকৃতি তার আপন সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। এসব সৌন্দর্য মানুষের হাতের তৈরী না। প্রকৃতি নিজে থেকেই তার খেয়াল খুশি মতো আমাদের তার অপরূপ সৌন্দর্য মেলে দিয়েছে। কিন্তু আমরা নিজেরাই জেনে বা না জেনেই এসব ধ্বংস করছি সুনিপুণ হাতে। মোবাইলে ধারণ করা প্রকৃতির কিছু ছবি এখানে তুলে ধরছি।
১। শেষ বসন্তের শিমুল ফুল।

২। নরসিংদী আমীরগঞ্জ রেলওয়ে ব্রিজ।

৩। মাথা উঁচু করে দাড়িয়ে থাকা অকুতোভয় ঘাস ফুল।

৪। মটখিলা ফল। পাকা অবস্থায় তেতু মিশ্রিত মিষ্টি ফল।

৫। শেষ বিকেলে আকাশের রং।

৬। মেঘলা বিকেলের সৌন্দয্য

৭। বৃষ্টিস্নাত কলা পাতা।

৮। আমার জানালায় একটুকরো আকাশ।

৯।পেয়ারা ফুল।

১০। যৌবন শেষে শিমুল ফুল।

ছবিগুলো মোবাইলে ধারণ করা। সেম্ফুনি পি ৬ এবং শাউমি ৭।
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


