
সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতিতে নিপুন হাতের তুলিতে রঙের খেলা খেলেছেন। চারিদেকে শুধু রঙের খেলা। আমাদের বাংলাদেশে সকল ঋতুতেই প্রকৃতিতে রঙের খেলা দেখা যায়।

শীতের নদী। এখনো পুরোপুরি শুকায় নি। তার বুকে ধারণ করে আছে অপরূপ সৌন্দর্য।

বিকালের আলোয় রেল-লাইনেও চলে আলোর খেলা।

শীতের আবহে বিকালে ফুটে থাকা বুনো ফুল।

দেখার মতো দেখতে পারলে ব্যাঙের ছাতায়ও রঙের খেলা দেখা যায়।

কলা বাগানের ফাঁক দিয়ে উকি দিচ্ছে সকালের সূর্য্য।

কাজ শেষে এভাবেই নদীর ঘাটে বাঁধা থাকে জেলেদের নৌকা।

রেল-লাইনের পাশে ফুটে থাকা বাহারী রঙের ল্যান্টেনা ফুল।

সবজি হিসেবে মুলা অনেকের প্রিয় না হলেও আমি নিশ্চিত মুলা ফুল দেখে কেউ চোখ ফেরাতে পারবে না।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


