
গ্রামে গোধূলিতে কৃষকের কাজ শেষ হয়। সারা দিনের কর্মব্যস্ততা শেষে বাড়ির পথে হাটা ধরে। তখন আকাশে বসে রঙের মেলা। বাহারি রঙে রঙিন হয় আকাশ, আকাশের মেঘ, প্রকৃতি। যেন কৃষকের সারদিনের কাজের শেষে বাড়ি যাওয়ার পথে আকাশ রঙের ফুয়ারা দিয়ে তাকে সম্মান জানায়। এই সকল রঙের খেলা থেকে মোবাইলে ধারণ করা কিছু ছবি আপনাদের জন্য তোলে ধরলাম।
১।

দূর পশ্চিমে ডুবে যাচ্ছে সূর্য্য। কিন্তু তার বর্নালী আলোর রেশ ছড়িয়ে দিয়েছে সমস্ত পশ্চিম আকাশ।
২।

শুধু আকাশে না গোধূলি তার রঙের ছটা নদীর জলেও ছড়িয়ে দিতে ভুলে না। আমাদের মানুষদের মতো তার এতো অনুদার না।
৩।

রঙের খেলার সাথে সাথে মেঘও সাজে নানান সাজে। কেউ পিছিয়ে থাকতে রাজি না।
৪।

শহরমুখী ছুটে চলা মানুষদেরও অভ্যর্থনা জানাতে ভুলে না গোধূলির আকাশ। আলোর ছটায় রাঙিয়ে রাখে সে পিচঢালা রাস্তা।
৫।

অবর্ণনীয় আলোর ছটা খেলা করে সমস্ত পশ্চিম আকাশ।
৬।

এমন সূর্য্যাস্তের দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা সম্ভব।
৭।

আলো তার খেলা দেখাতে পটু সর্বত্র। এমনকি রেল-লাইনও বাকি নেই।
৮।

মেঘের পাহাড়ও সেজেছে গোধূলির বাহারি রঙের আলোয়।
ছবিগুলো নরসিংদীর বিভিন্ন প্রান্ত থেকে তোলা।
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


