অনেক অনেক দিন পর ব্লগে লগইন করলাম। অফলাইনে সবসময়ই ব্লগ পড়া হয়। মন্তব্য করা হয় না। এমনিতেই ব্লগে ইদানীং ক্যাচালের পরিমান বেশি হচ্ছে। তাই অনেক দিন পর আমার মোবাইলে তোলা কিছু ছবি নিয়ে আসলাম সবার জন্য। আশা করি ভালো লাগবে।
১। অপেক্ষার প্রহর
ছবি: ধুন্দল ফুল।
২। মেঘ নদীর মিতালী
ছবি: আরিয়াল খাঁ নদ। রায়পুরা, নরসিংদী।
৩। খেয়া পাড়ের তরণী
ছবি: মেঘনা নদী। রায়পুরা, নরসিংদী।
৪। জীবিকা
ছবি: ডিঙি নৌকা। নরসিংদী।
৫। সবখানেই প্রাণ
ছবি: ধনপুর শালবন, কালীগঞ্জ, গাজীপুর।
৬। আকাশ ছোঁয়ার বাসনা
ছবি: ধনপুর শালবন।
৭।শেষ থেকেই শুরু
আফজাল মনিরের চর, মরিচা, রায়পুরা, নরসিংদী।
৮। প্রশান্তির বিশ্রাম
ছবি: গ্রাম্য চা স্টল। নরসিংদী।
৯। রূপসী বাংলা
ছবি: আড়ীয়াল খাঁ ও মেন্দা নদীর মোহনা। নরসিংদী।
১০। শিকারী
ছবি: স্বপ্ন চিনাদী বিল। শিবপুর, নরসিংদী।
ছবিগুলো মোবাইলে তোলা। ধন্যবাদ সবাইকে।