আমাদের বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে অসংখ্য সৌন্দর্য। শুধু দেখার মনোভাব থাকলেই হবে। পথের দুপাশের আলো আর রঙের খেলা দেখে শেষ করা যাবে না। সেই সব থেকে কিছু ছবি এখানে দিলাম। আমার আগের ব্লগে ব্লগার জনারণ্যে একজন মন্তব্য করেছিলো ছবিগুলো বড় আকারে দিতে। তাই আজ বড় আকারেই ছবি দিলাম। যদিও একটু সময় সাপেক্ষ কিন্তু সহজ।
১। আলো ছায়ার খেলা। ধনপুর শালবন।

২। বৃষ্টি আসার পূর্বে।

৩। দুপুরের প্রকৃতি।

৪। স্বর্গীয় বিকেল।

৫। সিঙ্গাপুর ডেইজি।

৬। জীবিকা। আমাদের এদিকে এটিকে খড়া জাল বলা হয়।

৭। নিঃসঙ্গতা

৮। মরা নদী। নদীটির যৌবন শেষের দিকে।

৯। রূপসী বাংলা।

১০। গ্রামের মেঠোপথ।

১১। ধনেপাতা ফুল।

১২। প্রশান্তি।

১৩। সরিষা ফুল।

১৪। স্বপ্নের ঢাকা। মিরপুর ডেল্টা হসপিটাল থেকে তোলা।

ছবিগুলো সব মোবাইলে ধারণ করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


